রুটের দৃঢ়তায় ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের স্বস্তির জয়
রুটের দৃঢ়তায় ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের স্বস্তির জয়
রুটের দৃঢ়তায় ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের স্বস্তির জয়
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ২৩৬ রানের জবাবে ৩৫৮ রান করে ইংল্যান্ড। ১২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩২৬ রান সংগ্রহ করে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ২০৪ রান তাড়া করে জয় তুলে নেয় স্বাগতিকরা।
চতুর্থ দিনে জয়ের জন্য ২০৪ রান দরকার ছিলো ইংল্যান্ডের। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন দুই ইংলিশ ওপেনার।তবে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক দল। ৩৪ রান করে ড্যানিয়েল লরেন্স আউট হলে ৭০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।
ব্যাক্তিগত ৩২ এবং দলীয় ১১৯ রানে হ্যারি ব্রুক আউট হলে জয়ের স্বপ্ন দেখতে থাকে শ্রীলঙ্কা। তবে অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট এবং জেমি স্মিথ তা হতে দেননি। জো রুট খেলেন ১২৮ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস। জেমি স্মিথের সঙ্গে তার জুটি ছিলো ৬৪ রানের। এই জুটিটাই ইংল্যান্ডকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। স্মিথ ৩৯ রান করে আউট হলেও রুট শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫ উইকেট হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জো রুট।
শ্রীলঙ্কার হয়ে ২ টি করে উইকেট নেন আশিথা ফার্নান্দো এবং প্রাবাথ জয়সুরিয়া। মিলান প্রিয়ানাথ নেন ১ টি উইকেট।
অন্যদিকে চতুর্থ দিনের শুরুতে শ্রীলঙ্কা ব্যাট করতে নামে ৫ উইকেটে ১৮৭ রান নিয়ে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান কামিন্ডু মেন্ডিস এবং দিনেশ চান্দিমালের সপ্তম উইকেটে ১০৭ রানের জুটি শ্রীলঙ্কাকে শক্ত অবস্থানে নিয়ে যায় তারা। কামিন্দু মেন্ডিস ১১৩ রান করে আউট হন। চান্দিমাল করেন ৭৯ রান।
ইংল্যান্ডের হয়ে ৩ টি করে উইকেট নেন ক্রিস ওকস এবং ম্যাথিউ পটস। ২ টি উইকেট নেন গাস অ্যাটকিনসন এবং ১ টি করে উইকেট নেন মার্ক উড এবং জো রুট। ম্যান অব দ্যা ম্যাচ হন জেমি স্মিথ।