Image

বাংলাদেশের নারী বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের নারী বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে

বাংলাদেশের নারী বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে

বাংলাদেশের নারী বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে জিম্বাবুয়ে। অক্টোবরে বাংলাদেশ অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিতে চাচ্ছে আইসিসি। এমন অবস্থায় বিকল্প ভেন্যু হিসাবে বিশ্বকাপ আয়োজন করতে চাচ্ছে জিম্বাবুয়ে। 

আইসিসি এখনো চোখ রাখছে বাংলাদেশের পরিস্থিতির উপর। তবে যতই দিন যাচ্ছে দেশটিতে বিশ্বকাপ আয়োজনের সম্ভবনা ততই ক্ষীণ হয়ে আসছে। বাংলাদেশের বিকল্প হিসেবে ভারত, শ্রীলঙ্কা ও আরব আমিরাতের কথা ভেবেছিল। তবে ভারতে বিশ্বকাপ আয়োজন করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। শ্রীলঙ্কার আবহাওয়া ও অনূকূলে নয়।

সবকিছু মিলিয়ে নারী বিশ্বকাপ নিয়ে চাপে রয়েছে আইসিসি।  এমন সময়ে বিশ্বকাপটি আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছে জিম্বাবুয়ে। তারা জানিয়েছে, আইসিসির হাতে দুইটা ভালো পথ খোলা আছে। সেগুলো হলো, জিম্বাবুয়ে ও আরব আমিরাত।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বিশ্বকাপ আয়োজনের ইচ্ছের কথা জানিয়েছে জিম্বাবুয়ে। তারা মনে করে বিশ্বকাপ আয়েজনে সব দিক দিয়ে প্রস্তুত জিম্বাবুয়ে। তাছাড়া বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করার অভিজ্ঞতা আছে দেশটির। ২০১৮ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচগুলো আয়োজন করেছিল জিম্বাবুয়ে। এছাড়া ২০০৩ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল দেশটি। ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নামিবিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজন করবে জিম্বাবুয়ে। এরপর ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে সহ-আয়োজক হিসেবে থাকবে দেশটি।

জিম্বাবুয়েতে উপস্থিতি বেশি হতে পারে। তাছাড়া খরচের দিক থেকে অন্য বিকল্প ভেন্যু আরব আমিরাতের চেয়ে কম হবে জিম্বাবুয়েতে। কারণ, আরব আমিরাতের চেয়ে কম খরচেই জিম্বাবুয়েতে বিশ্বকাপটি শেষ করতে পারবে আইসিসি। আগামী মঙ্গলবার আইসিসির সঙ্গে নারী বিশ্বকাপ সংক্রান্ত সভা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশে বিশ্বকাপ হবে কি না, সেই সভায় চূড়ান্ত করা হবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three