রিকশা চালকদের জন্য খালেদ মাসুদ পাইলটের প্রয়াস
- 1
কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে তামিমের অনুরোধ, তবে...
- 2
চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 3
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করল আইসিসি
- 4
সাইম আইয়ুবের আরও এক সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
- 5
বেশ কিছু পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা
রিকশা চালকদের জন্য খালেদ মাসুদ পাইলটের প্রয়াস
রিকশা চালকদের জন্য খালেদ মাসুদ পাইলটের প্রয়াস
৪৮ বছর বয়সী খালেদ মাসুদ পাইলট ক্রিকেট খেলা ছেড়েছেন বেশ আগে। যদিও এখনো আছেন ক্রিকেটের সঙ্গেই, ক্লেমন স্পোর্টসের সঙ্গে যুক্ত খালেদ মাসুদ পাইলট সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রাখেন।
জন্মস্থান রাজশাহীতে খালেদ ম্মাসুদ পাইলটের আছে এক খামার বাড়ি। সেখানে আম বাগান গড়ে তুলেছেন তিনি। বাণিজ্যিক কোন উদ্দেশ্যে এই আম বাগান ব্যবহার করেন না তিনি। এতদিন এই আম আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের পাঠালেও এবারে শ্রমজীবীদের মধ্যে বিতরণ করছেন তিনি। তাঁর উদ্দেশ্য যাদের ঘামে ঢাকা শহরের চাকা ঘুরছে তাদেরকে মৌসুমী ফলের স্বাদ দেওয়া।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক ভিডিও পোস্ট করে খালেদ মাসুদ পাইলট লিখেছেন, 'শখের বসেই আমার জন্মস্থান রাজশাহীতে একটা খামার বাড়ি করেছি, যার অনেকটা জুড়েই আছে আম বাগান। বাণিজ্যিক কোন উদ্দেশ্যে যেহেতু বাগানটি করা হয়নি, সে কারণে প্রতি বছরই এখানকার আম আমি পৌঁছে দেই আমার স্বজন কিংবা বন্ধুদের বাড়িতে। এবার সিদ্ধান্ত নিয়েছি রাজধানী ঢাকায় ছড়িয়ে থাকা শ্রমজীবি মানুষ বিশেষ করে রিকশা চালকদের মৌসুমি ফলের স্বাদ দিবো। যাদের ঘামে সচল থাকছে ঢাকার চাকা তাদের জন্য আমার এ ছোট্ট প্রয়াস।'
১৯৯৫ থেকে ২০০৭ অব্দি বাংলাদেশের পক্ষে ৪৪ টেস্ট, ১২৬ ওয়ানডে খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। রান করেছেন যথাক্রমে ১৪০৯ ও ১৮১৮। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা খালেদ মাসুদ পাইলট প্রথম শ্রেণির ক্রিকেট চালিয়ে গেছেন ২০১১ অব্দি, ২০১৪ অব্দি খেলেছেন লিস্ট এ ক্রিকেট।