রিকশা চালকদের জন্য খালেদ মাসুদ পাইলটের প্রয়াস
-
1
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
-
2
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
-
3
সৌন্দর্য্যে বিশ্বচর্চায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
-
4
রেকর্ডে ভরা সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ স্পিনের রাজত্ব
-
5
বিগ ব্যাশে পাকিস্তানের অংশগ্রহণে অনুমতি, বিপিএলের দরজাও কি খুলছে
রিকশা চালকদের জন্য খালেদ মাসুদ পাইলটের প্রয়াস
রিকশা চালকদের জন্য খালেদ মাসুদ পাইলটের প্রয়াস
৪৮ বছর বয়সী খালেদ মাসুদ পাইলট ক্রিকেট খেলা ছেড়েছেন বেশ আগে। যদিও এখনো আছেন ক্রিকেটের সঙ্গেই, ক্লেমন স্পোর্টসের সঙ্গে যুক্ত খালেদ মাসুদ পাইলট সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রাখেন।
জন্মস্থান রাজশাহীতে খালেদ ম্মাসুদ পাইলটের আছে এক খামার বাড়ি। সেখানে আম বাগান গড়ে তুলেছেন তিনি। বাণিজ্যিক কোন উদ্দেশ্যে এই আম বাগান ব্যবহার করেন না তিনি। এতদিন এই আম আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের পাঠালেও এবারে শ্রমজীবীদের মধ্যে বিতরণ করছেন তিনি। তাঁর উদ্দেশ্য যাদের ঘামে ঢাকা শহরের চাকা ঘুরছে তাদেরকে মৌসুমী ফলের স্বাদ দেওয়া।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক ভিডিও পোস্ট করে খালেদ মাসুদ পাইলট লিখেছেন, 'শখের বসেই আমার জন্মস্থান রাজশাহীতে একটা খামার বাড়ি করেছি, যার অনেকটা জুড়েই আছে আম বাগান। বাণিজ্যিক কোন উদ্দেশ্যে যেহেতু বাগানটি করা হয়নি, সে কারণে প্রতি বছরই এখানকার আম আমি পৌঁছে দেই আমার স্বজন কিংবা বন্ধুদের বাড়িতে। এবার সিদ্ধান্ত নিয়েছি রাজধানী ঢাকায় ছড়িয়ে থাকা শ্রমজীবি মানুষ বিশেষ করে রিকশা চালকদের মৌসুমি ফলের স্বাদ দিবো। যাদের ঘামে সচল থাকছে ঢাকার চাকা তাদের জন্য আমার এ ছোট্ট প্রয়াস।'
১৯৯৫ থেকে ২০০৭ অব্দি বাংলাদেশের পক্ষে ৪৪ টেস্ট, ১২৬ ওয়ানডে খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। রান করেছেন যথাক্রমে ১৪০৯ ও ১৮১৮। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা খালেদ মাসুদ পাইলট প্রথম শ্রেণির ক্রিকেট চালিয়ে গেছেন ২০১১ অব্দি, ২০১৪ অব্দি খেলেছেন লিস্ট এ ক্রিকেট।
