পান্টের সহজ ক্যাচ ছাড়লেন শান্ত, ৫০০ রানের পথে ভারতের লিড
- 1
২০২৫ সালে ঘরের মাঠে ৪ টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলবে ভারত
- 2
ব্যক্তিগত কারণে পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার কোচ ওয়াল্টার
- 3
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ার তালিকায় জেসি-মুকুল
- 4
২৫০ রানের বেশি করতে পারবে বাংলাদেশ, বিশ্বাস হেড কোচের
- 5
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান মহসিন নাকভি

পান্টের সহজ ক্যাচ ছাড়লেন শান্ত, ৫০০ রানের পথে ভারতের লিড
পান্টের সহজ ক্যাচ ছাড়লেন শান্ত, ৫০০ রানের পথে ভারতের লিড
চেন্নাইয়ে শুরুর দুই দিনের সকালের মতো আজকের সকালটা ভালো কাটেনি বাংলাদেশের। বিপরীতে, আরেকটি দারুণ সেশন শেষ করল ভারত। কোনো বিপদ ছাড়াই তৃতীয় দিনের সকাল ক্রিজে কাটিয়ে লাঞ্চে গেলেন রিশাব পান্ট ও শুবমান গিল। একে-একে ফিফটি হাঁকিয়ে দু'জনেই আছেন সেঞ্চুরির পথে। তাদের জুটিও ছাড়িয়ে গেছে শতরান। ৩ উইকেটে ২০৫ রান করা ভারতের লিড এখন ৪৩২। উইকেটশূন্য সেশন থেকে এলো ১২৪ রান।
পুরো সেশন জুড়ে উইকেটের সুযোগ একবারই পেয়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসানের শিকার হয়ে ব্যক্তিগত ৭২ রানে প্যাভিলিয়নে ফিরতে পারতেন রিশাব পান্ট। লফটেড শটের চেষ্টায় বল আকাশে উড়িয়ে দেন পান্ট, অধিনায়ক শান্ত সহজ ক্যাচ ছাড়লেন কঠিনভাবে। নতুন জীবন পাওয়া পান্ট এরপর আরও আগ্রাসী রূপ নেন। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে পান্ট অপরাজিত থাকেন ৮২ রানে, তার সঙ্গী শুবমান গিলের রান ৮৬।
চেন্নাই টেস্টের গত দিনটা ভারত শেষ করে দারুণ এক জয়ের সুবাস নিয়ে। লিড বাড়িয়ে নেওয়ার কাজটা ঝোড়ো গতিতেই করে ভারতীয় ব্যাটাররা। তবে শেষ বিকালে ৮১ রান করতে পারলেও তাদের হারায় তিন ব্যাটারকে। ৩০৮ রানের লিডে থাকা ভারত আজ সকালের সেশনে লিডের অংকটা আরও বাড়িয়ে নিয়েছে গিল আর পান্টের দাপুটে ব্যাটিংয়ে।
বাংলাদেশের বোলিং ইউনিট কাটালো সাদামাটা এক সেশন। সাকিবের বলে ৭২ রানে থাকা রিশাব পান্ট ক্যাচ তুললেও হাতে রাখতে ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সকালের সেশনে খেলা হয়েছে ২৮ ওভার, বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে ভারত রান যোগ করেছে আরও ১২৪। শেষ ১০ ওভারে ভারত রান পেয়েছে ৬০। ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের সামনে এখন লিড ৪৩২।