Image

হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে ভারতের কাছে হারল শ্রীলঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে ভারতের কাছে হারল শ্রীলঙ্কা

হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে ভারতের কাছে হারল শ্রীলঙ্কা

হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে ভারতের কাছে হারল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কাকে তাঁদের ঘরের মাঠে ৪৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। আগে ব্যাট করে ২১৩ রান করে সফরকারীরা। জবাবে ১৭০ রানে আটকে যায় লঙ্কানরা। কোচ গৌতম গম্ভীরের অধীনে প্রথম ম্যাচ টা তাই জয় দিয়ে রাঙাতে পেরেছে ভারত।

শনিবার পাল্লেকেলেতে টস হেরে ব্যাটিং নেমে দুই ওপেনার যশস্বী জয়সাওয়াল ও শুবমান গিলের ঝড়ো ব্যাটিংয়ে দারুণ শুরু পায় টিম ইন্ডিয়া। পাওয়ার প্লেতেই ৭৪ রানের জুটি গড়েন তারা। মাত্র ১৬ বলে ৩৪ রান করে গিল আউট হলে ভাঙে ওপেনিং জুটি।

শুবমান গিল আউট হওয়ার পরের বলেই আউট হন আরেক ওপেনার জয়সাওয়াল। ৫ চার ও ২ ছক্কায় ২১ বলে ৪০ রান করেন তিনি। তবে তৃতীয় উইকেটে ৪৩ বলে ৭৬ রানের দুর্দান্ত এক জুটি গড়েন সুরিয়াকুমার যাদব ও রিশাব পান্ট। ফিফটি মিস করে ৪৯ রানে মাথিশা পাথিরানার শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান পান্ট।

অন্যপ্রান্তে বিদ্ধংসী ব্যাটিং করে যাচ্ছিলেন সুরিয়াকুমার। ২২৩.০৭ স্ট্রাইকরেটে ২৬ বলে ৫৮ রান করেন তিনি। তার ইনিংসে ছিলো ৮ চার ও ২ ছক্কা। শেষ পর্যন্ত ভারত সংগ্রহ করতে পারে ২১৩ রান। শ্রীলঙ্কার হয়ে ৪০ রান খরচ করে ৪ উইকেট নেন পেসার মাথিশা পাথিরানা।

ভারতের বিপক্ষে ২১৪ রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ওপেনিং জুটি থেকে তারা তেলেন ৮৪ রান। আর্শদ্বীপের বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রান করে আউন হন কুশল মেন্ডিস। পাথুম নিশাঙ্কার আক্রমণাত্মক ব্যাটিংয়ের এগিয়ে যেতে থাকে শ্রীলঙ্কা। তবে ৭৯ রানের সময় তাকে আউট করে ভারতকে ম্যাচে ফেরান  স্পিনার আক্সার প্যাটেল।

কুশল পেরেরা ও কামিন্দু মেন্ডিস করেন যথাক্রমে ২০ ও ১২ রান। এই দুজন আউট হওয়ার আগ পর্যন্ত ম্যাচে ভালো ভাবেই টিকে ছিলো শ্রীলঙ্কা। তবে ভারতীয় বোলিং তোপে ক্রিজে দাড়াতেই পারেনি পরের লঙ্কান ব্যাটাররা। একের পর এক তাসের ঘরের মত ভেঙে পরে লঙ্কানদের ব্যাটিং লাইন আপ। আর কোনো ব্যাটার ই ছুটে পারেননি দুই অঙ্কের রান।

১৭০ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারত জয় পায় ৪৩ রানে। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো ভারত। ম্যান অব দ্যা ম্যাচ হন ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সুরিয়াকুমার যাদব।

ভারতের হয়ে ৩ টি উইকেট নেয় রিয়ান পরাগ। ২ টি করে উইকেট নেন আর্শদ্বীপ সিং ও আক্সার প্যাটেল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three