ঘরোয়ার দায়িত্ব ছেড়েছেন গিলেস্পি, হতে পারেন পাকিস্তানের কোচ
ঘরোয়ার দায়িত্ব ছেড়েছেন গিলেস্পি, হতে পারেন পাকিস্তানের কোচ
ঘরোয়ার দায়িত্ব ছেড়েছেন গিলেস্পি, হতে পারেন পাকিস্তানের কোচ
অস্ট্রেলিয়ার ঘরোয়া দলের দায়িত্ব ছেড়েছেন জেসন গিলেস্পি। একইসাথে আলোচনা উঠেছে পাকিস্তানের কোচের দায়িত্ব নিতে পারেন তিনি। ঘরোয়া দল সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিগ ব্যাশের অ্যাডিলেইড স্ট্রাইকার্সের দায়িত্বে ছিলেন গিলেস্পি। জানা যায়, আগামী জুনে দুই দলের দায়িত্ব থেকেই সরে দাঁড়াবেন।
২০১৬-১৬ মৌসুম থেকেই অ্যাডিলেইডের দায়িত্বে ছিলেন গিলেস্পি। সময় গড়িয়েছে বহু। ২০১৭-১৮ মৌসুমে শিরোপার ছোঁয়াও পায় দলটি। এছাড়াও ৪ বার প্লে-অফ খেলেছে। অন্যদিকে ২০২০-২১ থেকে সাউথ অস্ট্রেলিয়ানের দায়িত্বে ছিলেন। এতদিন থেকে দায়িত্ব পালন করে, তা ছাড়া সহজ কথা নয়।
সাউথ অস্ট্রেলিয়ানের সাথে গিলেস্পির চুক্তি ছিল ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত। কিন্তু ঘরোয়াতে হয়েছে বাজে পারফরম্যান্স। শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে পঞ্চম স্থানে থেকে শেষ করে দলটি। অন্যদিকে বিগ ব্যাশে সর্বশেষ আসরে প্লে-অফ খেলেছিল অ্যাডিলেইড।
গিলেস্পির দায়িত্ব ছাড়ায় আলোচনা উঠেছে অন্যদিকে। পাকিস্তানের কোচ হিসেবে আসতে পারে তার নাম। এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান। যেখানে বলা হয়, পাকিস্তান গিলেস্পিকে কোচিং প্যানেলে যুক্ত করতে চায়। কোন পদে দায়িত্ব দেওয়া হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শেন ওয়াটসন, ড্যারেন স্যামিদের নামও উঠেছিল পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে। সেক্ষেত্রে অবশ্য তারা দায়িত্ব নিচ্ছেন না বলে জানা গেছে। তথ্যমতে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী সপ্তাহে তারা কোচিং প্যানেলের নতুন নাম ঘোষণা করবে। এদিকে গিলেস্পি দায়িত্ব ছাড়ার পর জানিয়েছেন, নতুন সুযোগ নিতে তিনি রোমাঞ্চিত।