Image

বাবরের উইকেটে চোখ রেখে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত শরিফুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাবরের উইকেটে চোখ রেখে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত শরিফুল

বাবরের উইকেটে চোখ রেখে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত শরিফুল

বাবরের উইকেটে চোখ রেখে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত শরিফুল

বিরতির পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন শরিফুল ইসলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকলেও খেলতে পারেননি তিনি। বিশ্বকাপ শেষে খেলেছেন এলপিএল। এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বিরতি শেষে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন শরিফুল।

প্রথম টেস্টকে সামনে রেখে শুক্রবার লাহোরে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, ‘পিসিবিকে ধন্যবাদ। আমাদের জন্য দারুণ অনুশীলন সুবিধা রেখেছে। আমি এখানে উপভোগ করেছি। কিছুটা গরম, মানিয়ে নিতে হয়েছে। '

শরিফুল সর্বশেষ টেস্ট খেলেছে গত মার্চ-এপ্রিল মাসে। দীর্ঘদিন পর টেস্টে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দিন পর লাল বলের ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছি। মানিয়ে নিতে হয়েছে। আমরা কিছু দিন সময় পেয়েছি। ফিটনেস ও বোলিং ওয়ার্কলোড নিয়ে কাজ করতে হয়েছে। আমি মনে করি, সব কিছু প্রায় কাভার হয়ে গেছে।’

আগামী ২১ শে আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। সেখানের উইকেট সম্পর্কে বলতে গিয়ে শরিফুল বলেন, ‘প্রথমত, আমি এখনো রাওয়ালপিন্ডির উইকেট দেখিনি। আমি শুনেছি, ফাস্ট বোলারদের জন্য কিছু ঘাস রাখা হচ্ছে। আমরাও উইকেটে ঘাসের প্রত্যাশা করছি। সব ফাস্ট বোলারই উইকেটে ঘাস ও সিম মুভমেন্ট পছন্দ করে। তো এটি ফাস্ট বোলারদের জন্য ভালো।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজটি কঠিন হবে বলে মনে করেন শরিফুল ইসলাম। ‘তারা বিশ্বমানের ব্যাটসম্যান। আমাদের বোলিং আক্রমণও ভালো। তাদের বিপক্ষে লড়তে হবে। এ ছাড়া তাদের ঘরের মাঠের খেলা। তাই আমাদের কাজটা কঠিন। আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের লড়তে হবে।’

বাবর আজমের উইকেট নেয়ার পাশাপাশি তার প্রসংশা করে শরিফুল বলেন, ‘আমার মতে, বাবর আজম কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তাই দ্রুত তার উইকেট নিতে হবে। আমার স্বপ্নের উইকেট বাবর আজম। বাবর আজম ভাইয়ের উইকেট পেলে আমার খুব ভালো লাগবে। গত বছর তাঁর সঙ্গে এলপিএল খেলেছি৷ মানুষ হিসেবেও তিনি খুব ভালো।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three