Image

খেলার পাশাপাশি রাজনীতি অবশ্যই উচিত নয়: সোহান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
খেলার পাশাপাশি রাজনীতি অবশ্যই উচিত নয়: সোহান

খেলার পাশাপাশি রাজনীতি অবশ্যই উচিত নয়: সোহান

খেলার পাশাপাশি রাজনীতি অবশ্যই উচিত নয়: সোহান

স্বৈরাচার পতন আন্দোলনে শুরু থেকেই ছাত্র-জনতার সঙ্গে একাত্ম ছিলেন নুরুল হাসান সোহান। এবার ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে সোহান শোনালেন নিজের শক্ত অবস্থান। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা দুজনই খেলা চালিয়ে যাওয়া অবস্থায় সংসদ নির্বাচন করেছেন। আকার-ইঙ্গিতে যেন তাঁদের কথাই উল্লেখ করেছেন সোহান। সোহানের বক্তব্য এমন, অবসরের আগে ক্রিকেটারদের রাজনীতিতে আসা উচিত নয়। 

আজ মিরপুর শেরে-ই-বাংলায় জাতীয় দলের অনিয়মিত ক্রিকেটার নুরুল হাসান সোহান কণ্ঠে দেখালেন ঝাঁজ, ‘সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয়। রাজনীতি একটা বড় ব্যাপার। রাজনীতির মাঠে থেকে জাতীয় দলে সেরকম সময় দেওয়া কঠিন। কারো যদি রাজনীতি করার ইচ্ছে হয়, তাহলে তার খেলা থেকে অবসরের পর করা উচিত।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের প্রায় অঙ্গনে। যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ দুই ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানও পড়েছেন তোপের মুখে। বিসিবির পরিচালকেরা রয়েছেন আত্মগোপনে।

ক্রিকেট সংগঠকদের দিকেও আঙুল সোহানের। বলেছেন, ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত।

‘কিছু মানুষকে নিয়ে আমার প্রশ্ন আছে। এমন মানুষ আসা উচিত নয়, যারা খেলাকে নিয়ে ব্যবসা করতে চায়, ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আসে। এখান থেকে রুটিরুজি বের করে সংসার চালাতে হবে, এমন কেউ সংগঠক হিসেবে যেন না আসে। আমরা ক্রিকেটার, খেলাধুলা করে টাকাপয়সা পাই। আলহামদুলিল্লাহ, আজ আমার গাড়ি–বাড়ি সব ক্রিকেটের মাধ্যমে হয়েছে। কিন্তু সংগঠকেরা যারা আসবে, তাদের প্রতিষ্ঠিত হয়ে আসা উচিত, ক্রিকেটের ভালোর জন্য আসা উচিত। এখান থেকে বাড়ি–গাড়ি করার কিছু নেই।’

Details Bottom