Image

পুরো বিগ ব্যাশ খেলবেন ওয়ার্নার, স্মিথের চুক্তি ৩ বছরের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পুরো বিগ ব্যাশ খেলবেন ওয়ার্নার, স্মিথের চুক্তি ৩ বছরের

পুরো বিগ ব্যাশ খেলবেন ওয়ার্নার, স্মিথের চুক্তি ৩ বছরের

পুরো বিগ ব্যাশ খেলবেন ওয়ার্নার, স্মিথের চুক্তি ৩ বছরের

ক্যারিয়ারে প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগে পুরো মৌসুমে জন্য খেলবেন ডেভিড ওয়ার্নার। সিডনি থান্ডারের সাথে নতুন দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। অন্যদিকে জাতীয় দলে এখনো টেস্ট খেলা চালিয়া যাওয়া স্টিভ স্মিথ টেস্টের বাইরের সময়টায় বিগ ব্যাশে খেলার জন্য তিন বছরের চুক্তিতে এসেছে সিডনি সিক্সার্সের সাথে।

গত দুই মৌসুমে থান্ডারের হয়ে আটটি ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার। থান্ডারের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড ওয়ার্নার সম্পর্কে বলেন, "ডেভি যেখানেই খেলেন না কেন, সারা বিশ্বে বিশেষ করে ভারতে সে জনপ্রিয়। এবং আমি জানি সিডনির পশ্চিমে দক্ষিণ এশীয় সম্প্রদায়গুলি থান্ডারে তাকে সমর্থন করবে।"

ট্রেন্ট কোপল্যান্ড আরো বলেন, " ওয়ার্নার জন্য আমরা প্রায় ২০ বছরের টি-টোয়েন্টি অভিজ্ঞতার সাথে বিশ্বমানের প্রতিভা পেয়েছি  আমাদের দলে। এবং এখন যেহেতু সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে তাই আমরা ফাইনাল সহ পুরো টুর্নামেন্টের জন্য তার সম্পূর্ণ মনোযোগ ও প্রতিশ্রুতি পাবো।" 

ডেভিড ওয়ার্নারের দল সিডনি থান্ডারের বিপক্ষে একটি ডার্বি সহ সিক্সার্সের হয়ে চারটি ম্যাচ খেলবেন আরেক তারকা স্টিভ স্মিথ। যদিও তিনি বিগ ব্যাশের পুরো মৌসুমেই খেলতে পারবেন যদি তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। কিন্তু এই মুহুর্তেই অবসর নেয়ার পরিকল্পনা নেই স্মিথের।

স্মিথ বলেন, "আমি এই মুহুর্তে খেলা উপভোগ করছি। আমি এই গ্রীষ্মে ভারতের বিপক্ষে টেস্ট খেলার জন্য অপেক্ষা করছি। ভারত একটি দুর্দান্ত চ্যালেঞ্জ হতে চলেছে। তারা খুব ভাল দল, মনে হয় আমরা সম্ভবত বিশ্বের সেরা দুটি টেস্ট দল।" 

২০১২ সালে বিগ ব্যাশের প্রথম আসরে সিডনি সিক্সার্সের হয়ে শিরোপা জিতেছিলেন স্মিথ। তিনি প্রথম সিক্সার্স খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করেন। তবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন স্মিথ। তারপর মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলেছেন এবং দলকে জিতিয়েছেন শিরোপা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three