আইপিএলে ৩০ উইকেট শিকার করবে স্টার্ক, মন্তব্য স্মিথের
আইপিএলে ৩০ উইকেট শিকার করবে স্টার্ক, মন্তব্য স্মিথের
আইপিএলে ৩০ উইকেট শিকার করবে স্টার্ক, মন্তব্য স্মিথের
মিচেল স্টার্কের দিকে নজর থাকবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দর্শকদের। এবারের আইপিএলে সবচেয়ে বেশি মূল্য দিয়ে কেনা হয়েছে এই অজি পেসারকে। স্টার্কের ব্যাপারে ভবিষ্যদ্বানী করেছেন আরেক অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ। স্মিথ আছেন ২০২৪ আইপিএলের ধারাভাষ্যকার প্যানেলেও। স্মিথ জানান, পুরো টুর্নামেন্টে স্টার্কের ঝুলিতে ৩০ টি উইকেট ঢুকবে।
আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৭তম আসর। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে নতুন মৌসুমের উদ্বোধন হবে। আইপিএল নিয়ে দর্শক উত্তেজনা সবসময়ই বেশি থাকে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, ঠিক এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই। তাই আইপিএল এবার আলাদা গুরুত্ব রাখছে।
আলোচিত ক্রিকেটার স্টার্ক! গত বছর যখন নিলাম চলছে, কোলকাতা নাইট রাইডার্স স্টার্ককে কিনে নেয় ২৪.৭৫ কোটি রুপিতে। আসরের সবচেয়ে দামি খেলোয়াড়ের খেতাবটি তখনই জুটে যায়। এবার স্টার্কের প্রসঙ্গে স্মিথ জানিয়েছেন। মূলত নতুন বলে ও ডেথ ওভারে বল করতে দেখা যেতে পারে স্টার্ককে। সেক্ষেত্রে তার উইকেট নেওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি।
ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো'র র্যাপিড ফায়ারে উত্তর দিতে গিয়ে স্মিথ বলেন, “আমার মনে হয় সে বেশ কিছু উইকেট পাবে। সে সম্ভবত নতুন বলে বল করবে এবং ডেথে বল করবে, যেখানে তার উইকেট নেওয়ার ভালো সুযোগ আছে। তো আমি বলব সে ৩০ টি উইকেট নিবে।”
আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের মধ্যে যৌথভাবে রয়েছেন হার্শাল প্যাটেল ও ডোয়াইন ব্রাভো। ব্রাভো ২০১৩ সালে এবং প্যাটেল ২০২১ সালে; ৩২ টি উইকেট শিকার করেন। এরপর আছেন কাগিসো রাবাদা, যিনি ২০২০ আইপিএলে ৩০ টি উইকেট শিকার করেছেন।
স্টার্ক এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০১৪ ও ২০১৫ আইপিএল খেলেছেন। যেখানে তিনি দুই মৌসুম মিলে ৩৪ টি উইকেট শিকার করেন। এরপর ২০১৮ সালেও কোলকাতা তাকে কিনে নেয় কিন্তু চোটের কারণে সে আসর খেলতে পারেননি তিনি।