Image

বাংলাদেশকে হারাতে যে পরিকল্পনা সাজিয়েছিল ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে হারাতে যে পরিকল্পনা সাজিয়েছিল ভারত

বাংলাদেশকে হারাতে যে পরিকল্পনা সাজিয়েছিল ভারত

বাংলাদেশকে হারাতে যে পরিকল্পনা সাজিয়েছিল ভারত

মাত্র ২ দিনে ম্যাচ জিতে নিয়েছে ভারত। বৃষ্টির বাঁধা উপেক্ষা করে, আগ্রাসী মেজাজে ব্যাটিং করে বাংলাদেশকে চমক দেখিয়েছে তারা। জেতার জন্য ৫০ ওভারে ৪০০ রান তুলতে চেয়েছিলো ভারত, জানালেন রবিচন্দ্রন আশ্বিন। 

ম্যাচ শেষে সংবাদসম্মেলনে ভারতের আগ্রাসী ব্যাটিং করার কারণ জানিয়ে আশ্বিন বলেন, "আমাদের লক্ষ্য ছিল ৫০ ওভারের মধ্যে ৪০০ এর কাছাকাছি রান তুলে ফেলা। এভাবে খেলতে গেলে যদি আপনি ২০০ এর নিচেও অলআউট হয়ে যান তাহলেও আমার মনে হয় কোনো সমস্যা নেই। কারণ এখানে আমর জেতার চেষ্টা করছি। রোহিত প্রথম বলেই ছক্কা মেরেছে। ফলে ড্রেসিংরুমও এটাই ফলো করে গেছে। ৫০ রান তুলে ফেলেছিলাম আমরা মাত্র ৩ ওভারেই। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি "

আশ্বিন এ বিষয়ে আরো বলেন, "আমরা প্রথম ইনিংসে তাদের অলআউট করার পর রোহিত আমাদের বলেছিল অন্তত ২০ ওভার ব্যাট করতে হবে। কারণ আমরা মনে হয় ৭০ ওভারের আশেপাশে তাদের আউট করেছি। ফলে এই উইকেট কিছুটা সাহায্য করবে অন্তত ১০ ওভার পর্যন্ত। আমি ভেবেছিলাম হয়ত আজকের দিনের ১ ঘণ্টা আমরা ব্যাট করে যাব। তবে আপনি যেটা বললেন আমরা শুরু থেকেই অনেক মারমুখি ছিলাম ব্যাট হাতে। চেয়েছি যত বেশি রান তুলে ফেলা যায়।"

বাংলাদেশের বিপক্ষে সিরিজ সেরা হয়ে মোট ১১টা সিরিজসেরার পুরস্কার জিতলেন রবিচন্দ্রন আশ্বিন। আর একটা নিলেই মুরালিধরনকে ছাড়িয়ে যাবেন। তবুও আশ্বিন বললেন, পুরস্কার তাকে অনুপ্রাণিত করতে পারেনা।

"ভবিষ্যতের ব্যাপার আসলে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে আসলে আমি বিশেষ মুহূর্ত পেতে চাই ভালো করতে চাই। হয়ত খেলা ছাড়ার পর এসব মনে পড়লে ভালো লাগবে। সিরিজসেরার এসব পুরস্কার আসলে আমাকে এখন আর মোটিভেট করতে পারে না। খুব বেশি তফাত গড়ে দিচ্ছে না এসব। যদিও আমি খেলাটা উপভোগ করে যাচ্ছি। আনন্দ নিয়ে খেলে যাচ্ছি। দলের জন্য দেশের জন্য ম্যাচ জিততে পারছি। এগুলোই আনন্দের ব্যাপার আমার কাছে। রাহুল দ্রাবিড় একটা কথা বলতেন, যে আপনি কত রান করেছেন কত উইকেট নিয়েছেন সেসব মনে রাখবেন না, মনে রাখবেন এখানে কী কী স্মৃতি মুহূর্ত কাটিয়েছেন। ফলে অবশ্যই এগুলোও আমার জন্য বিশেষ কিছু।"

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে রবীন্দ্র জাদেজা খেললে বাদ পড়তে পারেন রবিচন্দ্রন আশ্বিন। তবে বাদ পড়া তাকে বিচলিত করেনা। "আসলে খুবই সিম্পল ব্যাপার। যদি জাদ্দু খেলে তাহলে সে খেলবে। যার খেলার দরকার সেই খেলবে। আমি অনেকবার এই কথাগুলো বলেছি। জাদ্দুকে খেলালে আমি তাকে পূর্ণ সমর্থন দিয়ে যাব। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে যাওয়া, ভালো খেলে টেস্ট ম্যাচ জেতা আমাকে দারুণ গর্বিত একজন ভারতীয় করে তোলে। বাদ পড়া কেউ পছন্দ করে না। তবে ভারতের এই জায়গায় ভালো ব্যাপার রয়েছে তাদের হাতে অনেক অপশন রয়েছে। তবে এসব ব্যাপার এখন আর আমাকে অত বেশি বিচলিত করে না।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three