Image

সাকিবের কঠিন সময়, কিছু করার নেই বিসিবির

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের কঠিন সময়, কিছু করার নেই বিসিবির

সাকিবের কঠিন সময়, কিছু করার নেই বিসিবির

সাকিবের কঠিন সময়, কিছু করার নেই বিসিবির

১৮ বছর ধরে দেশকে গর্বিত করেছেন বিশ্ব অঙ্গনে, ভক্ত সমর্থকদের উপহার দিয়েছেন কত শত রঙিন মুহুর্ত। আজ সেই কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসানই পার করছেন বেশ কঠিন সময়। তবে এই কঠিন সময়ে ক্রিকেটারদের অভিভাভক সংস্থা বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সাকিবকে সাহায্য করতে পারছে না। 

সাকিবের নামে রয়েছে হ'ত্যা মামলা। রাজনৈতিক ব্যাক্তিত্ব হওয়ার দেশে নিরাপত্তার শঙ্কাও রয়েছে সাকিবের। তবে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে টেস্ট থেকে বিদায় নিতে চেয়েছেন তিনি। কিন্তু এর জন্য বিসিবিকে পাশে প্রয়োজন সাকিবের। বিসিবির কাছ থেকে দেশে আসার সমস্ত নিরাপত্তা প্রয়োজন সাকিবের। 

সাকিবকে নিরাপত্তা দেয়ার ব্যাপারে আশাব্যাঞ্জক কিছু বলেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বললেন, সাকিবকে নিরাপত্তা দেয়ার ক্ষমতা বিসিবির নেই, "অনেকে নিউজ করেছে, আজ বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তিরও বেশি কিছু, সে এক-দুটো ফরম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছে। আমার সাথে গতকাল ও পরশু দুই দফায় আলোচনা হয়েছে। পুলিশ-র‍্যাব আমাদের হাতে না। বোর্ড থেকে আমরা কী করতে পারি? ব্যক্তি মানুষকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য আমাদের নেই।"

সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশে এসে টেস্ট খেলবে কি খেলবে না সেই সিন্ধান্ত সাকিবকেই নিতে হবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, "সাকিব তার জীবনের কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, সব দিক থেকেই। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না। সে যে কারণ দেখিয়েছে, বোঝানোর চেষ্টা করিনি। একটা খেলোয়াড় যখন বুঝতে পারে তার সময়… সে মনে করেছে শর্টার ভার্শনে নতুন কারও জায়গা নেওয়ার সঠিক সময়। টেস্টেও সে খেলতে চেয়েছিল, ঢাকা থেকে অবসর নিতে চায়। এটাকে সম্মান জানিয়েছি। তবে ঐ পর্যায় থেকে তার কেইসের ব্যাপারে কী হবে, আমি বলেছি আমাদের তেমন কিছু করার নেই বোর্ড হিসেবে। ও যদি শেষ টেস্ট খেলতে পারে খুব ভালো হবে। সিদ্ধান্ত ওকেই নিতে হবে। বোর্ড থেকে নিশ্চয়তা দিতে পারব না। এটা অবশ্যই উচ্চ পর্যায় থেকে আসতে হবে।"

বাংলাদেশ তার জন্য নিরাপদ হলেও সাবিকের জন্য নিরাপদ না স্পষ্ট জানিয়ে দিলেন ফারুক আহমেদ, "বাংলাদেশ অনিরাপদ না। আমি তো এখানেই থাকি। কার জন্য নিরাপদ কার জন্য অনিরাপদ এটা একটু আপেক্ষিক ব্যাপার আরকি। সাকিব আর আমরা হয়ত সেইম লাইনে নাই। আমরা ভালোই আছি। ব্যক্তিগত ব্যাপারও বলব না। সে রাজনীতিবিদ, সবাই জানে। তার বিরুদ্ধে কেইস হয়েছে। সব ব্যাপার মিলিয়ে সে নিরাপদ না।"
 

Details Bottom