Image

আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক, জানালেন নিজেই

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক, জানালেন নিজেই

আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক, জানালেন নিজেই

আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক, জানালেন নিজেই

চোটে পড়েছেন মুশফিকুর রহিম। পাকিস্তান শাহীনসের দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ম্যাচে অনুশীলন করতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক। তবে চোট পেলেও আপাতত বড় শঙ্কার কিছু নেই। আগামী ২১ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগেই পুরোপুরি ফিট হতে পারেন মুশফিকুর রহিম। 

শনিবার বিসিবির এক ভিডিও বার্তায় নানা বিষয়ে কথা বলেছেন মুশফিকুর রহিম। জানিয়েছেন বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলার অভিজ্ঞতার কথা।  ‘এখন পর্যন্ত সবকিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাঁধ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছেন। বোলাররাও নাসিম ভাই, মোহাম্মদ আলী, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন। আমাদের ‘এ’ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এটি থেকে অনেক শিখতে পেরেছে।’

নিজের চোট আর ম্যাচ সম্পর্কে মুশফিকুর রহিম বলেন, ‘কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না। দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’

পাকিস্তানের বিপক্ষে ২ টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে একই সময়ে এই মুহুর্তে পাকিস্তান শাহীনসের সাথেও সিরিজ খেলছে বাংলাদেশ 'এ' দল। সেই 'এ' দল থেকেই কয়েকজন আবার যোগ দেবেন ২১ আগস্টের রাওয়ালপিন্ডি টেস্টে। ‘এ’ দলের ম্যাচগুলো ক্রিকেটারদের প্রস্তুতি নিতে সাহায্য করবে বলে জানান তিনি।

মুশফিকুর রহিম বলেন, 'এই স্কোয়াড থেকে যারা ওই দলে যোগ দেবে, নিশ্চিতভাবেই এটি সাহায্য করবে। কারণ অন্যরা আসার আগেই আমরা এখানে এসে কিছু প্র্যাকটিস সেশন করতে চেয়েছিলাম। আশা করি, এটি আমাদের জন্য উপকারী হবে।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three