Image

বেলফাস্ট টেস্টে এগিয়ে জিম্বাবুয়ে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বেলফাস্ট টেস্টে এগিয়ে জিম্বাবুয়ে

বেলফাস্ট টেস্টে এগিয়ে জিম্বাবুয়ে

বেলফাস্ট টেস্টে এগিয়ে জিম্বাবুয়ে

বেলফাস্ট টেস্টে তৃতীয় দিন শেষে বেশ সুবিধা জনক অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে হলে জিম্বাবুয়ের প্রয়োজন ৫ উইকেট এবং  জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হলে ১২৫ রান দরকার স্বাগতিক আয়ারল্যান্ডের। 

১৫৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩৩ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। দলীয় ৬ রানে শূন্য রান করে ফিরে যান ওপেনার পিটার মুর। স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে না পেরে গোল্ডেন ডাক মারেন কুর্টিস ক্যাম্ফার। রিচার্ড এনগারাভার সামনে হ্যাটট্রিকের সুযোগ আসলেও তা পূরণ হয়নি।

ব্লেসিং মুজারাবানির বলে ৪ রান করা আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে আউট করে ৬ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। হ্যারি ট্যাক্টর ও ফিরে যান কোনো রান না করেই। তৃতীয় দিনের শেষ উইকেট টি নেন এনগারাভা। আউট করেন পল স্টার্লিংকে। তিনি করেন ১০ রান। দিনের বাকিটা সময় লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইন অপরাজিত থাকে যথাক্রমে ৯ ও ৪ রানে।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের হয়ে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছে রিচার্ড এনগারাভা। ১ টি উইকেট নিয়েছেন মুজারাবানি।

এদিকে তৃতীয় দিনের শুরুটা জিম্বাবুয়ে করে ১২ রানে কোনো উইকেট না হারিয়ে। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ফেলে তারা। মায়ার্স ও শন উইলিয়ামের জুটিতে প্রথমিক ধাক্কা সামলে নেয় তারা। এই জুটি থেকে আসে ৬৮ রান। শন উইলিয়াম ফিরে যান ৪০ রান করে।

অপর প্রান্তে মায়ার্য় ব্যাট করে গেলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি অন্য ব্যাটাররা। দলীয় ১৭৪ রানে মায়ার্স আউট হলে আর বেশী দূর এগোতে পারেনি জিম্বাবুয়ে। মায়ার্স করেন ৫৭ রান। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৯৭ রানে।

Details Bottom