Image

পিসিবির নতুন কিউরেটর টনি হেমিং

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিসিবির নতুন কিউরেটর টনি হেমিং

পিসিবির নতুন কিউরেটর টনি হেমিং

পিসিবির নতুন কিউরেটর টনি হেমিং

ক্রিকেট মাঠ ও মাটির বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কিউরেটর টনি হেমিংকে নিয়োগ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানে যাওয়ার আগে বাংলাদেশে বিসিবির অধীনে কাজ করে গেছেন হেমিং। প্রায় চার দশকের অভিজ্ঞ হেমিংয়ের সঙ্গে পিসিবির দুই বছর মেয়াদি চুক্তি হয়েছে। 

২০২৩ সালের জুলাই মাসে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়েছিল টনি হেমিংকে। তবে সম্পর্কের অবসান ঘটল এক বছরেই। টনি হেমিংকে দুই বছরের চুক্তিতে নতুন প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ ঘোষণা করেছে। দায়িত্ব গ্রহণ করতে বুধবার লাহোরে পৌঁছাবেন তিনি।

মেলবোর্ন, পার্থ এবং তাসমানিয়া সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন আইকনিক ক্রিকেট গ্রাউন্ডে কাজ করেছেন, পাশাপাশি বাংলাদেশ, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশেও কাজ করেছেন। পাকিস্তানে হেমিংয়ের প্রথম অ্যাসাইনমেন্ট, বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচ (আগস্ট/সেপ্টেম্বরে দুটি) এবং ইংল্যান্ডের (অক্টোবরে তিনটি) জন্য পিচ প্রস্তুত করা। হেমিং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্যও পিচ প্রস্তুতির তত্ত্বাবধান করবেন, যেটি পাকিস্তান ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আয়োজন করবে।

বাংলাদেশে দায়িত্ব পাওয়ার আগে হেমিং ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসাল্যান্ট ছিলেন। পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের এরিনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three