পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। দলে আছেন সাকিব আল হাসান। এ ছাড়া দীর্ঘ বিরতির পর সাদা পোশাকের দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ দল নির্বাচন নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গাজী আশরাফ হোসেন লিপু বলেন,“এই সংস্করণের জন্য আমাদের সেরা খেলোয়াড় বাছাই করার উপর জোর দেওয়া হয়েছিল। এটি একটি ভালো ভারসাম্যপূর্ণ স্কোয়াড। মুশফিকুর রহিম, মুমিনুল হক এবং সাকিব আল হাসান মিলে ২১৬ টি ম্যাচ খেলেছেন এবং টেস্টে এই ধরণের অভিজ্ঞতার বিকল্প নেই। তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ দীর্ঘদিন ধরে স্পিন বিভাগে নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের ৩৫০ টিরও বেশি উইকেট রয়েছে। আমরা নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস এবং অন্যান্য ব্যাটারদের এগিয়ে যাওয়ার প্রত্যাশা করি। কারণ পাকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের দলীয় প্রচেষ্টার বিকল্প নেই।"
দুটি টেস্ট ম্যাচের জন্য ৫ জন পেসারকে দলের নেয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, “তাসকিন আহমেদ শুধুমাত্র দ্বিতীয় টেস্ট খেলবেন বলে আমরা পাঁচজন পেসার বেছে নিয়েছি। তিনি গত বছরের জুন থেকে কোনো টেস্টে বোলিং করেননি এবং আমরা তাকে দীর্ঘ সংস্করণের ম্যাচের জন্য ছন্দে আনতে পাকিস্তান এ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের জন্য তাকে 'এ' দলে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও, কয়েকজন পেসার একদিনের ম্যাচের জন্য এ দলে যোগ দিতে পারে এবং তাই আমাদের ব্যাকআপের প্রয়োজন ছিল। আমাদের দলে এমন বোলাররা রয়েছেন যারা দ্রুত বল করতে পারে এবং বল সুইং করতে পারে এবং আমি সত্যিই তাদের বিশ্বমানের ব্যাটারদের বিপক্ষে পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছি।”
এই সিরিজ খেলতে ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে আগেভাগে ১২ আগস্ট পাকিস্তানে চলে যাচ্ছে বাংলাদেশ দল। ১৭ আগস্ট ইসলামাবাদে গিয়ে ১৮-২০ আগস্ট অনুশীলন করবে তারা। অতিরিক্ত প্রস্তুতি নিয়ে আশরাফ হোসেন লিপু বলেন,
“পাকিস্তান খুব শক্তশালী প্রতিপক্ষ, বিশেষ করে তাদের নিজেদের মাঠে এবং এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং সফর হবে। এটা ভালো যে আমরা লাহোরে প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাব। এছাড়াও, বাংলাদেশ 'এ' দলের সাথে ইতোমধ্যে পাকিস্তানে থাকা কিছু খেলোয়াড় টেস্ট সিরিজের জন্য জাতীয় দলে যোগ দেবেন। তাদের অভিজ্ঞতা কাজে আসবে।”
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৩০ আগস্ট।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড-
শান মাসুদ (অধিনায়ক), সউদ শাকিল (সহ অধিনায়ক), আমির জামাল (ফিটনেসের ওপর নির্ভরশীল), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহীন শাহ আফ্রিদি।