Image

প্রবীণ জয়াবিক্রমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
প্রবীণ জয়াবিক্রমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রবীণ জয়াবিক্রমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রবীণ জয়াবিক্রমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

২৫ বছর বয়সী লঙ্কান স্পিনার প্রাভিন জয়াবিক্রমার বিরুদ্ধে এন্টি করাপশন কোড ভঙ্গের অভিযোগ এনেছে আইসিসি। বৃহস্পতিবার মোট ৩ টি ধারায় তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। সেগুলো হলো আন্তর্জাতিক ক্রিকেটে ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে তথ্য দিতে এবং আরেকজন খেলোয়াড়কে প্রস্তাব দেওয়ার বিস্তারিত রিপোর্ট করতে ব্যর্থ হওয়া এবং  ফিক্সিং প্রস্তাবের মেসেজ ডিলেট করে ফেলা।

ধারা ২.৪.৪  অপ্রয়োজনীয় দেরী করে আইসিসির কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া এবং  ভবিষ্যতের আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিং সম্পর্কে বিস্তারিত তথ্য না দেয়া।

ধারা ২.৪.৪    ২০২১ সালের লঙ্কান প্রিমিয়ার লিগে ফিক্সিং করতে তাকে অন্য খেলোয়াড়ের বলতে বলা হয়েছিল এই বিষয়টির  বিস্তারিত অপ্রয়োজনীয় দেরী করে আইসিসির কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া।

ধারা ২.৪.৭  ফিক্সিং প্রস্তাবের মেসেজ ডিলেট করার মাধ্যমে তদন্তে বাধা সৃষ্টি করা। 

আইসিসির অভিযোগের প্রতিক্রিয়া জানাতে ১৪ দিন সময় পাবেন প্রাভিন জয়াবিক্রমাকে। যা শুরু হয়েছে গত ৬ আগস্ট থেকে এবং শেষ সময় ২০ আগস্ট। 

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল প্রাভিন জয়াবিক্রমার। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে তাকে শেষ বার দেখা গিয়েছিলো ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০২২ সালের শ্রীলঙ্কার এশিয়াকাপ চ্যাম্পিয়ন দলের ও সদস্য ছিলেন তিনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three