Image

কামিন্সের হ্যাটট্রিক, লজ্জার রেকর্ডে জড়িয়ে রিয়াদ ও বাংলাদেশের নাম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কামিন্সের হ্যাটট্রিক, লজ্জার রেকর্ডে জড়িয়ে রিয়াদ ও বাংলাদেশের নাম

কামিন্সের হ্যাটট্রিক, লজ্জার রেকর্ডে জড়িয়ে রিয়াদ ও বাংলাদেশের নাম

কামিন্সের হ্যাটট্রিক, লজ্জার রেকর্ডে জড়িয়ে রিয়াদ ও বাংলাদেশের নাম

বাংলাদেশ ম্যাচে প্যাট কামিন্সের হ্যাটট্রিক, ২০২৪ সালের এই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সপ্তম হ্যাটট্রিক। ব্রেট লির পর কামিন্স দ্বিতীয় অজি, তাও আবার সেই বাংলাদেশের বিপক্ষেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া ৭ হ্যাটট্রিকের ২টিই বাংলাদেশের বিপক্ষে। আর এই দুইবারই টাইগার ব্যাটাররা লজ্জায় ডুবল অস্ট্রেলিয়ার সামনে।  

২০০৭ সালের টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে ব্রেট লি ২৭ রান খরচায় ৩ উইকেট এবং হ্যাটট্রিক করার পর প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় হ্যাটট্রিক করেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বকাপে প্রথম ও সবশেষ হ্যাটট্রিকের শিকার বাংলাদেশ। ২০০৭ বিশ্বকাপে ব্রেট লি হাতে হ্যাটট্রিক হন, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও অলক কাপালি। এবার প্যাট কামিন্সকে পরপর ৩ বলে উইকেট দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী ও তাওহীদ হৃদয়। 

কামিন্স এদিন নিজের তৃতীয় ওভারের শেষ দুই ডেলিভারিতে ফেরান রিয়াদ ও মেহেদীকে। এরপর ইনিংসের শেষ ওভারে অ্যাকশনে এসে প্রথম বলেই বিদায় করেন তাওহীদ হৃদয়কে। আর তাতেই কামিন্সের নাম লেখা হয়ে গেল রেকর্ড বইয়ে। কামিন্সের হাতেই এবারের বিশ্বকাপ দেখল প্রথম কোনো হ্যাটট্রিক। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১৪০ রানে।   

সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে এটি ছিল যেকোনো বোলারের সপ্তম হ্যাটট্রিক। টি-টোয়েন্টিতে যেকোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি; এর মধ্যে তিনটিতে মাহমুদুল্লাহ রিয়াদ জড়িত (আউট) ছিলেন, ২০ ওভারের ফরম্যাটে একজন ব্যাটারের জন্য সবচেয়ে বেশি। মাহমুদউল্লাহ এখন আন্তর্জাতিক ক্রিকেটে ছয়টি হ্যাটট্রিকের সাথে জড়িত; টি-টোয়েন্টিতে তিনবার, ওয়ানডেতে দুবার এবং টেস্টে একবার। 

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে যত হ্যাটট্রিক-

ব্রেট লি (অস্ট্রেলিয়া) বনাম বাংলাদেশ, কেপ টাউন, ২০০৭
কুর্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) বনাম নেদারল্যান্ডস, আবু ধাবি, ২০২১
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) বনাম দক্ষিণ আফ্রিকা, শারজাহ, ২০২১
কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) বনাম ইংল্যান্ড, শারজাহ, ২০২১
কার্তিক মেইয়াপ্পান (আরব-আমিরাত) বনাম শ্রীলঙ্কা, জিলং, ২০২২
জশুয়া লিটল (আয়ারল্যান্ড) বনাম নিউজিল্যান্ড, অ্যাডিলেড, ২০২২
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) বনাম বাংলাদেশ, অ্যান্টিগা, ২০২৪

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বোলারদের হ্যাটট্রিক-

ব্রেট লি বনাম বাংলাদেশ, কেপ টাউন, ২০০৭
অ্যাশটন আগার বনাম দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ, ২০২০
নাথান এলিস বনাম বাংলাদেশ, মিরপুর, ২০২১
প্যাট কামিন্স বনাম বাংলাদেশ, অ্যান্টিগা, ২০২৪

Details Bottom