বিবর্ণ সাকিব আল হাসান, একের পর এক হার তার দলের
-
1
টুর্নামেন্টের মাঝপথে রংপুরে অধিনায়ক বদল, নেতৃত্বে লিটন দাস
-
2
হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিলেটকে ৫ রানে হারিয়েছে রাজশাহী
-
3
স্টিভ স্মিথের ঝড়ো ইনিংসে সিডনি সিক্সার্স থান্ডারকে হারিয়ে ডার্বি জয়
-
4
চট্টগ্রামের ৫ উইকেটের জয়ে নোয়াখালীর প্লে-অফের স্বপ্ন শেষ
-
5
বিসিএসএ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
বিবর্ণ সাকিব আল হাসান, একের পর এক হার তার দলের
বিবর্ণ সাকিব আল হাসান, একের পর এক হার তার দলের
বিবর্ণ সাকিব আল হাসান, মেজর লিগ ক্রিকেটে একের পর এক হার দেখছে তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। টানা হারের ফলে ৬ দলের টুর্নামেন্টে সাকিবদের অবস্থান এখন পাঁচে। গতরাতে তাদের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে টেবিল টপার ওয়াশিংটন ফ্রিডম। ব্যাটিংয়ের মত বল হাতেও কোনো প্রকার অবদান রাখতে পারেননি সাকিব।
নিজের দলের হারের দিনে বিবর্ণ ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে পেয়েছেন ডাকের স্বাদ। গ্লেন ম্যাক্সওয়েলের বলে হয়েছেন বোল্ড। এরপর বোলিংয়েও আলো ছড়াতে পারেননি সাকিব, ৪ ওভারের বোলিংয়ের কোটা পূরণ করেননি। ৩ ওভারে রান খরচ করেন মোট ২৯।
মেজর লিগ ক্রিকেট (এমএলসি) টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচে হেরেছে সাকিব আল হাসানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। আগে ব্যাটিং করে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স তোলে কেবল ১২৯ রান। নির্ধারিত ওভার শেষের আগেই তারা হারিয়ে বসে সবক'টি উইকেট। সাকিবের সাথে ওপেনার সুনীল নারাইনও পেয়েছেন ডাকের স্বাদ। আরেক ওপেনার জেসন রয় করতে পারেন কেবল ১২। ডেভিড মিলার ১ রানের বেশি করতে পারেননি, আন্দ্রে রাসেলের ব্যাট থেকে আসে ২০।
জবাবে ৪ ওভার হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে ১০ উইকেটের জয় পায় ওয়াশিংটন ফ্রিডম। অধিনায়ক স্টিভ স্মিথ ৪২ রানে থাকেন অপরাজিত। ট্রাভিস হেড ৬ ছক্কায় খেলেছেন ৫৪ রানের দাপুটে ইনিংস।
