Image

স্মরণীয় এক সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
স্মরণীয় এক সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ

স্মরণীয় এক সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ

স্মরণীয় এক সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ

সিরিজ জয়ের সুবাস নিয়ে পঞ্চম দিনের শুরুটাও বাংলাদেশ করে দারুণভাবে। তবে শুরুর এক ঘণ্টার মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ। আগেরদিন শেষ বিকালে অপরাজিত থাকা জাকির হাসান ও সাদমান ইসলাম আজও ছিলেন স্বাছ্যন্দে। তবে জাকিরের বিদায়ের পর সাদমানকেও দ্রুত ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। তবে দুই ওপেনারকে হারালেও লক্ষ্যের দিকে এগুচ্ছে বাংলাদেশ, সিরিজ জয়ের মঞ্চ তৈরি করে দিয়ে মধ্যাহ্নভোজে গেলেন শান্ত-মুমিনুল। 

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় থেকে ৬৩ রানের দূরত্বে বাংলাদেশ। শেষ ইনিংসে ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১২২ রান নিয়ে বাংলাদেশ পঞ্চম দিনের লাঞ্চ বিরতিতে গেল। ২০ রান নিয়ে অপরাজিত মুমিনুল হক। তাকে সঙ্গ দিতে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর রান ৩৩। মধ্যাহ্নভোজের খাবারে তাই ভালো স্বাদ পাওয়ার কথা শান্তদের।  ইতিহাস গড়ার হাতছানি নিয়ে নামবে দ্বিতীয় সেশনে। 

রাওয়ালপিন্ডিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেই আজ টার্গেটের বাকি ১৪৩ রান টপকাতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে যাওয়া জাকির হাসান আজ নামের সাথে কেবল ৯ রান যোগ করতেই হারান স্টাম্প। মীর হামজার গুড লেন্থের ডেলিভারির লাইন মিস করে বোল্ড হন ৪০ রানে থাকা জাকির। ভাঙে সাদমানকে নিয়ে গড়া ৫৮ রানের ওপেনিং জুটি। 

আরেক ওপেনার সাদমান দেখে-শুনে খেলা চালিয়ে গেলেও বিপত্তি বাঁধে খুররম শাহজাদের স্লোয়ার বলে। শট খেলার চেষ্টা করা সাদমান মিড অফে ক্যাচ হন শান মাসুদের হাতে। ৫১ বলের ইনিংস খেলা সাদমান রান করেছেন ২৪। দলীয় ৭০ রানের মধ্যে দুই ওপেনারকে হারানো বাংলাদেশকে এরপর স্বস্তি এনে দেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর জুটি। সকালের প্রথম ঘন্টায় দুই ওপেনারকে হারালেও লক্ষ্যের দিকে সহজেই এগুচ্ছে বাংলাদেশ। 

দলকে জয়ের দিকে নিতে অধিনায়ক শান্তর সঙ্গে ক্রিজে আছেন অভিজ্ঞ মুমিনুল হক। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষা সামনে রেখে মধ্যাহ্নভোজের বিরতি গেলেন তারা। সিরিজ জয়ের জন্য বাকি দুই সেশনে বাংলাদেশের দরকার ৬৩ রান, হাতে অক্ষত ৮ উইকেট। মুমিনুল-শান্তর হার-না-মানা এই জুটিতে এখন পর্যন্ত রান এসেছে ৫২। 

Details Bottom