আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, অধিনায়ক শান্ত
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, অধিনায়ক শান্ত
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, অধিনায়ক শান্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করেছে। নাজমুল হোসেন শান্ত ১৫ সদস্যের স্কোয়াডে অধিনায়ক হিসাবে আছেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই সিরিজের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার নাহিদ রানা।
উল্লেখযোগ্যভাবে, ব্যাটার লিটন কুমার দাস এই স্কোয়াডে নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে না পারার পর এখনও জ্বর থেকে সেরে না ওঠায় তাকে বিবেচনায় নেওয়া হয়নি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের আগে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার যে গুঞ্জন ছিল তা আপাতত ওয়ানডে ফরম্যাটে ধোপে টিকেনি। শান্ত'র ডেপুটি হয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
গেলদিনে চট্টগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন সাকিব আল হাসানের আফগানদের বিপক্ষে সিরিজে থাকার সম্ভাবনা কম। স্কোয়াড ঘোষণার পর সাকিব আল হাসানের না থাকা তাই আলোড়ন তৈরি করার মত খবর হয়ে আসেনি।
ওপেনিংয়ে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসানরা আছেন। মিডল অর্ডারে দল ভরসা খুঁজবে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়দের কাছে। লিটন দাস না থাকায় উইকেটরক্ষক জাকের আলি অনিককেও রাখা হয়েছে।
সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ছাড়াও স্পিন আক্রমণে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। পেস আক্রমণে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের সাথে আছেন আনক্যাপড নাহিদ রানা।
বাংলাদেশ দল দুটি দলে বিভক্ত হয়ে শনিবার ও রবিবার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৬, ৯ এবং ১১ নভেম্বর, এবং সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকার আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।