স্টার্ককে আলাদা ডাগ-আউটে দেখতে অদ্ভুত ঠেকবে কামিন্সের
স্টার্ককে আলাদা ডাগ-আউটে দেখতে অদ্ভুত ঠেকবে কামিন্সের
স্টার্ককে আলাদা ডাগ-আউটে দেখতে অদ্ভুত ঠেকবে কামিন্সের
আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে মুখোমুখি হবেন দুই অস্ট্রেলিয়ান সতীর্থ। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কামিন্সকে বড় দামে সানরাইজার্স হায়দ্রাবাদ ক্রয় করার পরেই স্টার্কের জন্য তা ছাড়িয়ে যায় কোলকাতা নাইট রাইডার্স। আজ শনিবার, ইডেন গার্ডেন্সে লড়বে কোলকাতা ও হায়দ্রাবাদ। কামিন্সের কাছে স্টার্কের বিপরীতে খেলা কিছুটা অদ্ভুত ঠেকছে।
আইপিএলের নিলামে কামিন্সকে হায়দ্রাবাদ কিনে নেয় ২০.৫০ কোটি রুপিতে। তখন কামিন্সের মূল্য ছিল সবচেয়ে বেশি। এটি ভাঙতে সময় লাগেনি। যখন স্টার্কের পেছনে বড় নিলামের ডাক তোলে কোলকাতা। শেষমেশ ২৪.৭৫ কোটি রুপিতে স্টার্ককে কিনে নেয় দলটি। এই দুই জাতীয় দলের সতীর্থ আজ মুখোমুখি হচ্ছেন ইডেনে।
সংবাদ সম্মেলনে কামিন্স জানান, “আমি বলতে চাই, আমার যাতে স্টার্ককে মোকাবিলা করতে না হয়, এর মানে হচ্ছে- আমাদের ব্যাটাররা ভালো করেছে। এটা মজার। আইপিএলের সৌন্দর্যটা এখানেই। আমি স্টার্কের সাথে খেলছি ১৫ বছর ধরে। আমি আরেকটা ম্যাচ মনে করতে পারি না, যেখানে আমি তাঁর বিপক্ষে খেলেছি। এটা দেখতে অদ্ভুত লাগবে, সে অন্য ডাগ-আউটে বসে আছে।“
কামিন্স এর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে টি-টোয়েন্টি সংস্করণে অধিনায়কত্ব করেননি। এবার হায়দ্রাবাদের দায়িত্ব পড়েছে তাঁর কাঁধে। অস্ট্রেলিয়ার ওডিআই ও টেস্ট দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন গৌরবের সাথে। সে কথা সবার জানা। এবার ২০ ওভারের সংস্করণে কেমন করেন, সেটিও দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কামিন্স বলেন, “বেশ উত্তেজনা বোধ করছি, ভালো কিছুই হবে।“
আজ বাংলাদেশ সময় রাত ৮ টায়, কোলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ।