Image

আইপিএল ও টেস্টের জন্য আলাদা উইন্ডো চান কামিন্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএল ও টেস্টের জন্য আলাদা উইন্ডো চান কামিন্স

আইপিএল ও টেস্টের জন্য আলাদা উইন্ডো চান কামিন্স

আইপিএল ও টেস্টের জন্য আলাদা উইন্ডো চান কামিন্স

লন্ডনের লর্ডসে চলমান এমসিসি ক্রিকেট কানেক্টস সিম্পোজিয়ামে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় এক অভিনব প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল তথা ফ্রাঞ্চাইজি ক্রিকেট এবং টেস্টের জন্য আলাদা উইন্ডোর প্রস্তাব করেছেন তিনি।

সাম্প্রতিক বছর গুলোতে তুমুল জনপ্রিয়তা পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বিপুল অর্থের কারণে ক্রিকেটাররা দিন দিন ঝুঁকে যাচ্ছে এই টুর্নামেন্ট গুলোর দিকে। যার ফলে ক্রিকেট বোর্ডগুলো আন্তর্জাতিক ক্রিকেটে, বিশেষ করে টেস্টে সবাইকে খেলানোর সুযোগ পাচ্ছে না। এতে করে টেস্ট ক্রিকেট হুমকির মুখে পড়ছে।

ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে অনেকে দেশের খেলা মিস করেন বলে প্যাট কামিন্স বলেন, ‘আর্থিক কারণে অনেকের কাছে জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বেশি গুরুত্ব পায়। কিছু দেশে আন্তর্জাতিক ক্রিকেটের আবেদনের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেশি লোভনীয়। আমি যদি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চাই, তাহলে অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক বা তিন ভাগের এক ভাগ ম্যাচ মিস করব।’

এই সমস্যার সমাধান হিসাবে কামিন্স বলেন, ’অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট হয় নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। ওই সময় আমরা যেভাবে টেস্ট খেলি সেভাবে কেউই খেলে না। আমরা যদি আইপিএলের জন্য নির্দিষ্ট একটা উইন্ডো পেতাম, টেস্টের জন্যও একটা উইন্ডো পেতাম, তাহলে খেলোয়াড়দের জন্য সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হতো।’

 কামিন্সের এই প্রস্তাবে একমত হয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সিইও জনি গ্রেভ বলেন, ‘ব্যাপারটা এভাবে হতে পারে যে, সিডনি বা ওয়েলিংটনে একটা টেস্ট শুরু হলো। এরপর একটা শুরু হলো কলকাতা বা ঢাকায়। পরেরটি লর্ডসে কিংবা কেনিংটন ওভালে। তাহলে আটটা টেস্ট দল ২৪ ঘন্টার মধ্যে চারটা টেস্টে অংশ নিয়ে ফেলবে।’

Details Bottom