Image

'মেয়াদ থাকা পর্যন্ত কাজ করে যাব, তবে আমাকে বাদ দিলেও সমস্যা নেই'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'মেয়াদ থাকা পর্যন্ত কাজ করে যাব, তবে আমাকে বাদ দিলেও সমস্যা নেই'

'মেয়াদ থাকা পর্যন্ত কাজ করে যাব, তবে আমাকে বাদ দিলেও সমস্যা নেই'

'মেয়াদ থাকা পর্যন্ত কাজ করে যাব, তবে আমাকে বাদ দিলেও সমস্যা নেই'

২০২৩ সালে ২ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে আসেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে দেশটির ক্রিকেটেও। বিসিবির বড় কর্তরা করছেন পদত্যাগ। গুঞ্জন রয়েছে প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হবে হাথুরুসিংহেকেও। এমন অবস্থায় বাংলাদেশের কোচ হিসাবে নিজের ভবিষ্যৎ এর ব্যাপারে মুখ খুলেছেন চন্ডিকা হাথুরুসিংহে। 

পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে পাকিস্তানে। সেখানে ম্যাচের আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন দলটির প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশে চলমান সহিংসতায় দলে তার ভবিষ্যৎ কি এমন প্রশ্নের উত্তরে হাথুরু বলেন, 

'আসলে সেখানে কী হচ্ছে এই ব্যাপারে আমি কিছুই জানি না। আমার ভবিষ্যতের ব্যাপারে বলতে গেলে, আমি চুক্তি স্বাক্ষর করেছি। আমার মেয়াদ থাকা পর্যন্ত আমি কাজ করে যাব। যদি বোর্ডে পরিবর্তন আসে এবং নতুন কেউ এসে আমাকে পরিবর্তন করতে চায় তাহলেও আমার কোনো সমস্যা নেই। যদি তারা আমাকে নিয়ে খুশি থাকে তাহলে আমিও খুশি আছি কাজ চালিয়ে যেতে।' 

শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে টাইগারদের হেড কোচ বলেন, 'আসলে যারা প্রিয়জন হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার প্রার্থনা থাকবে। বিষয়টা কঠিন ছিল। আশা করি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমি আশা করি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। অনেক কঠিন সময় ছিল।' 

বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ক্রিকেট দলের জন্য সুযোগ কিনা পাকিস্তানের বিপক্ষে জিতে দেশের মানুষকে আনন্দ দেওয়ার? এর উত্তর হাথুরুসিংহে বলেন,

'১০০%। আমরা সবাই জানি খেলাধুলার মধ্যে মানুষকে একত্র করার একটি ভালো শক্তি আছে। সবাইকে আশা দেওয়ার সুযোগ থাকে। যদি আমরা এখানে ভালো করতে পারি তাহলে পাকিস্তানি এবং বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের আমরা খুশি করতে পারব।'

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করার কথা রয়েছে হাথুরুসিংহের। অবশ্য বোর্ড কোনো পরিবর্তন চাইলে সেই সিদ্ধান্তও মেনে নিতে প্রস্তুত তিনি। এখন কি হয় সেটাই দেখার অপেক্ষা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three