Image

উড়ন্ত শুরুর পর মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
উড়ন্ত শুরুর পর মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ

উড়ন্ত শুরুর পর মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ

উড়ন্ত শুরুর পর মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ

প্রথম ১১ ওভারে কোন উইকেট না হারিয়ে ১০০ রান। সেই দলই কিনা ১৫০ পুর্ণ করতে পারল না। ব্যাটিং ধ্বসে মিরপুরে বাংলাদেশ আজ জিম্বাবুয়ের বিপক্ষে আশা জাগিয়েও বড় রান করতে ব্যর্থ। 

তিন পরিবর্তন নিয়ে আজ খেলতে নামে বাংলাদেশ দল। লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে একাদশে আসেন সৌম্য সরকার, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। 

আগে ব্যাট করতে নামা বাংলাদেশ পায় উড়ন্ত সূচনা। তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০১ রান। এরপর বাকি সবাই মিলে করতে পারেন কেবল ৪২ রান। ১৯.৫ ওভারে ১৪৩ রান করে অলআউট হয় বাংলাদেশ। 

প্রথম টি-টোয়েন্টিতে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলা তানজিদ হাসান তামিম ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন। ৭ চারের সাথে ১ ছক্কা হাঁকান তিনি। লিটনের বদলে একাদশে আসা সৌম্য সরকার ৩৪ বলে ৪১ রান করেন। ৪১ এর মধ্যে ২৪ রান তিনি বাউন্ডারিতে করেন ২৪ রান (৩ চার ও ২ ছক্কা)। 

এই দুজন ছাড়া দুই অঙ্কের রান করেন কেবল তাওহীদ হৃদয় (৮ বলে ১২)। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা নাজমুল হোসেন শান্ত ৭ বলে ২ রান করেন। একাদশে ফিরে ৩ বলে ১ রানের বেশি করতে পারেননি সাকিব আল হাসান। শেষ ৪২ রান করতে ১০ উইকেট হারায় বাংলাদেশ। 

জিম্বাবুয়ের পক্ষে ৩ উইকেট নেন লুক জঙ্গে। ২ টি করে শিকার রিচার্ড এনগারাভা ও ব্রায়ান বেনেটের। ১ টি করে নেন সিকান্দার রাজা ও ব্লেসিং মুজারাবানি। 

Details Bottom