ক্লাসেনের শত চেষ্টাতেও কাজ হয়নি, জয়ী রাসেলের কোলকাতা
ক্লাসেনের শত চেষ্টাতেও কাজ হয়নি, জয়ী রাসেলের কোলকাতা
ক্লাসেনের শত চেষ্টাতেও কাজ হয়নি, জয়ী রাসেলের কোলকাতা
আজ দিনের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয় তুলে নিয়েছে কোলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের তাণ্ডবে পুরো ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে কোলকাতা ২০৮ রান সংগ্রহ করে। জবাবে হায়দ্রাবাদের পক্ষে ম্যাচ জিতিয়ে ফেরার প্রত্যয় দেখিয়েছেন হেনরিখ ক্লাসেন। কিন্তু তাঁর এই চেষ্টা শেষ পর্যন্ত দলের জয় থেকে ৪ রান দূরে রেখে, ৭ উইকেট হারিয়ে ২০৪ রানে ইতি ঘটে।
আইপিএলের দ্বিতীয় দিনে ২০০ এর দেখা পাওয়া গেল দুই ইনিংসেই। হায়দ্রাবাদ টসে জিতে কোলকাতাকে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ে। দলটির প্রথম ৫ ব্যাটারের ৪ জন ফিরেছেন এক ডিজিটের রানে। কেবল ইংলিশ ওপেনার ফিল সল্টের কাছে আশান্বিত ইনিংস এসেছে। সল্ট ৪০ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন।
রামানদীপ সিংয়ের ব্যাটে ১৭ বলে ৩৫ রান, রিংকু সিংয়ের ব্যাটে ১৫ বলে ২৩ রানের ইনিংস কোলকাতার রানের চাকা সচল করে দেয়। তবে সবচেয়ে বড় ভূমিকা ছিল আন্দ্রে রাসেলের। রাসেলের ২৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস, যেখানে ৩ চার ও ৭ ছক্কা ছিল- সেই ইনিংসে ভর দিয়ে কোলকাতা দুইশো ছাড়ায়। পুরো বিশ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে তাঁরা।
দ্বিতীয় ইনিংসে, কোলকাতার রানের সাথে পাল্লা দিয়ে হায়দ্রাবাদ রান উঠিয়েছে শুরু থেকেই। মায়াঙ্ক আগারওয়াল ও অভিষেক শর্মা মিলে পাওয়ারপ্লের শেষ ওভার পর্যন্ত খেলা চালিয়ে নেন। হায়দ্রাবাদ প্রথম উইকেট হারায় দলীয় ৬০ রানে। আগারওয়াল ফিরে যান ৩২ রান করে।
এর কিছুক্ষণ বাদে ফেরেন অভিষেক, তিনিও ৩২ রানে। রাহুল ত্রিপাঠি ও এইডেন মার্করামের ইনিংস বড় হয়নি। তবে হেনরিখ ক্লাসেন একপাশ আগলে ছিলেন দারুণ কিছু করতে। হায়দ্রাবাদের জন্য শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ৬০ রান। তা ক্লাসেন যেন লক্ষ্য হিসেবে নিলেন।
সেই ওভারে ক্লাসেনের দুই ছক্কা ও শাহবাজ আহমেদের এক ছক্কা মিলিয়ে তুললেন ২১ টি রান। পরের ওভার মিচেল স্টার্কের, ক্লাসেন নিলেন ৩ ছক্কা, শাহবাজ একটি। আসে ২৬ রান। শেষ ওভারে দরকার ছিল ১৩ টি রান। কিন্তু তা আর পূরণ করা গেল না।
যদিও হারশিত রানার প্রথম বল ছক্কা দিয়েই শুরু করেন ক্লাসেন। কিন্তু পরের ৫ বলে দুইটি উইকেট, অর্থাৎ ক্লাসেন ও শাহবাজ দুজনেই ফিরে যান। একটি সিঙ্গেল ও এক বল ডট দিয়ে খেলা শেষ হয়। ক্লাসেন ২৯ বলে ৬৩ রান করেন, ৮ ছক্কায়। অন্যদিকে শাহবাজ ৫ বলে করেন ১৬ রান। যেখানে ছিল ২ ছয় ও এক বাউন্ডারি।
হায়দ্রাবাদের রান থামে ৭ উইকেট হারিয়ে ২০৪ এ।