Image

আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে নিয়ে সিরিজ আয়োজন করবে নেদারল্যান্ডস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে নিয়ে সিরিজ আয়োজন করবে নেদারল্যান্ডস

আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে নিয়ে সিরিজ আয়োজন করবে নেদারল্যান্ডস

আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে নিয়ে সিরিজ আয়োজন করবে নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির আয়োজন হতে যাচ্ছে। মে মাসের ১৮ তারিখ থেকে নেদারল্যান্ডসে ৩ দলের মধ্যে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ হবে দিনের আলোতে। কেবল ব্যতিক্রম ২১ তারিখের ম্যাচটি। সিরিজ শেষ হবে ২৪ মে।

তিন দলের মধ্যকার এই সিরিজটি রাউন্ড-রবিন পদ্ধতিতে আয়োজন হবে। যেখানে কোনো ফাইনাল ম্যাচ থাকবে না। একেকটি দল অন্য দলের সাথে ২ বার করে মুখোমুখি হবে। আয়ারল্যান্ড কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে ৩ সংস্করণের ক্রিকেট খেলেছে। এছাড়াও পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তাঁরা। এর আগে নেদারল্যান্ডসে যাবে এই ত্রিদেশীয় সিরিজ খেলতে।

নেদারল্যান্ডস, যারা সম্প্রতি বিশ্বকাপ লিগ- ২ এর ম্যাচ খেলেছে। যদিও সেখানে ৫০ ওভারে খেলতে হয়েছে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই ত্রিদেশীয় হতে যাচ্ছে নেদারল্যান্ডসের শেষ প্রস্তুতিমূলক সিরিজ।

রয়্যাল ডাভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাই পারফরম্যান্স পরিচালক রোলান্ড লেফেব্রে জানান, “আমরা বেশ আনন্দিত এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারব বলে। যেখানে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠাতব্য আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি গ্রহণ করার সুযোগ থাকবে।“

“বিশ’টি দল এই বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। যা এই বিশ্বকাপকে সত্যি বিশ্ব ইভেন্টে পরিণত করবে। এছাড়াও প্রায় বিলিয়নের উপরে টিভি দর্শক রয়েছে। নেদারল্যান্ডস দল সাফল্য ধরে রাখতে চায়, যা তাঁরা অস্ট্রেলিয়াতে ২০২২ সালে দেখিয়েছিল।“

এই ৩ দলের মধ্যে বিশ্বকাপে গ্রুপ-এ তে রয়েছে; আয়ারল্যান্ড, কানাডা, ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। গ্রুপ-বি তে রয়েছে; স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান। গ্রুপ-ডি তে রয়েছে; নেদারল্যান্ডস, বাংলাদেশ, নেপাল, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three