খুলনায় ড্র হল এনসিএলের ঢাকা-সিলেট ম্যাচ
খুলনায় ড্র হল এনসিএলের ঢাকা-সিলেট ম্যাচ
খুলনায় ড্র হল এনসিএলের ঢাকা-সিলেট ম্যাচ
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ড্র হয়েছে ঢাকা ও সিলেটের মধ্যকার টেস্ট ম্যাচটি। খুলনার শেখ নাসের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ ইনিংসেও জয় পরাজয় নির্ধারন করা যায়নি ৪ দিনের টেস্ট ম্যাচটিতে। মাত্র ১ ইনিংস ব্যাট করে ড্র মেনে নেয় ঢাকা বিভাগ।
প্রথমে ব্যাট করে ১৪৬ রানে আলআউট হয় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন তানজিম হাসান সাকিব। ১৮ রান করেন অধিনায়ক অমিত হাসান। ঢাকার হয়ে ৩ টি করে উইকেট নেন এনামুল হক ও নাজমুল ইসলাম অপু।
প্রথম ইনিংসে ব্যাট করে ২২৪ রান কর সংগ্রহ করে ঢাকা। শতকের দেখা পান মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি করেন ২৩৩ বলে ১১৮ রান। রুবেল মিয়া করেন ২১ রান। সিলেটের হয়ে ৪ উইকেট পান খালেদ আহমেদ, ৩ টি উইকেট পান রাহাতুল ফেরদৌস।
৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে সিলেট। পিনাক ঘোষ, অমিত হাসান, আসাদুল্লাহ আল গালিবের অর্ধশতকে ৮ উইকেটে ২৫৭ রান করে দিন শেষ করে সিলেট। ঢাকার হয়ে ৪ টি উইকেট নেন নাজমুল ইসলাম অপু। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়েই নামতে পারেনি ঢাকা। ফলাফল স্বরূপ ৩ ইনিংসের ম্যাচ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।