ভারতে প্রথম ম্যাচেই নেই উইলিয়ামসন
- 1
রিশাদ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে, উন্নতি করেছেন পারভেজ ইমন
- 2
টানা দুই শিরোপা জয়ের খুব কাছে রংপুর রাইডার্স
- 3
দক্ষিণ আফ্রিকায় টাইগার যুবাদের দারুণ শুরু
- 4
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই
- 5
নারী ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম, ২০২৫-২৬ ক্যালেন্ডার ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

ভারতে প্রথম ম্যাচেই নেই উইলিয়ামসন
ভারতে প্রথম ম্যাচেই নেই উইলিয়ামসন
ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড। ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ নিশ্চিত ভাবেই মিস করতে চলেছেন দলের অন্যতম সেরা ব্যাটার কেন উইলিয়ামসন। পরের ম্যাচগুলো খেলবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা।
শ্রীলঙ্কা সিরিজে কুঁচকিতে টান অনুভব করেছিলেন কেন উইলিয়ামসন। তাই দলের সাথে যেতে পারেননি ভারত সফরে। আগামী ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া ভারতের তিন টেস্টের সফরের জন্য কেনের পরিবর্তে মার্ক চ্যাপম্যানকে স্কোয়াডে যুক্ত করেছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস অবশ্য আশা করছেন পরবর্তী টেস্ট গুলোতে কেন ফিরবে। “আমরা যে পরামর্শ পেয়েছি, তাতে কেনের উইলিয়ামসন সেরে উঠতে সম্ভাব্য সেরা পথ উপায় হলো বিশ্রাম নেওয়া এবং চোটের মাত্রা যেন বেড়ে না যায়, এজন্য পুনবার্সন চালিয়ে যাওয়া। আমরা আশাবাদী, পুনর্বাসন যদি পরিকল্পনামতো এগোয়, তাহলে সফরের পরের ভাগে তাকে পাওয়া যাবে।”
তিনি আরো বলেন, “সফরের শুরু থেকে কেনকে না পাওয়া অবশ্যই হতাশাজনক। তবে এটা অন্য কাউকে সুযোগ করে দিচ্ছে এই গুরুত্বপূর্ণ সিরিজে নিজেকে মেলে ধরার।”
কদিন আগেই শ্রীলঙ্কার কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছে নিউজিল্যান্ড। তারপর অধিনায়কত্ব থেকে সরে দাড়ান টিম সাউদি। ভারত সিরিজে দলের নেতৃত্ব দেবেন টম লাথাম। শ্রীলঙ্কা সফর থেকে অপরিবর্তিত রয়েছে বাকি দল। যদিও মাইকেল ব্রেসওয়েল শুধু মাত্র প্রথম টেস্ট খেলবেন। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ব্রেসওয়েলের বদলি হিসেবে দলে যোগ দেবেন ইশ সোধি।
ভারত টেস্টের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড:টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (শুধুমাত্র ১ম টেস্ট), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রকে, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, ইশ সোধি (কেবলমাত্র ২য় ও ৩য় টেস্ট), টিম সাউদি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।