Image

পাকিস্তানে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মাহমুদুল হাসান জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মাহমুদুল হাসান জয়

পাকিস্তানে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মাহমুদুল হাসান জয়

পাকিস্তানে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মাহমুদুল হাসান জয়

বাংলাদেশের উদ্বোধনী ব্যাটার মাহমুদুল হাসান জয় কুঁচকির চোটে ভুগছেন। এই চোটের জেরে তিনি ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট মিস করবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য নিশ্চিত করেছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন: “জয় ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চারদিনের ম্যাচ খেলার সময় ডান কুঁচকিতে চোট পান। এরপর তার একটি এমআরআই করা হয় এবং শারীরিক মূল্যায়ন করা হয়। এতে নিশ্চিত হওয়া গেছে যে তার ডান কুঁচকিতে গ্রেড ১ অ্যাডাক্টর স্ট্রেন হয়েছে।"

“তিনি ইতোমধ্যে পুনর্বাসন শুরু করেছেন। সাধারণত এমন চোট সারতে ১০ থেকে ১৪ দিন সময় লাগে। তিনি প্রথম টেস্টের জন্য উপলব্ধ থাকবেন না, তবে আমরা আশা করছি তিনি ৩০ আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য ফিট হয়ে উঠবেন। আমরা প্রতিদিন তার উন্নতির ওপর নজর রাখব।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three