উইন্ডিজে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
উইন্ডিজে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
উইন্ডিজে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৪০ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে জয়ের আশা জাগিয়েও ড্র তে সন্তুষ্ট থাকতে হয়েছিল প্রোটিয়াদের। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ জয়ের মাধ্যমে ক্যারিবিয়দের বিপক্ষে টানা দশম টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।
বুধবার গায়ানায় ম্যাচ জেতার জন্য দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিলো ২৬৩ রানের। সেই রান তাড়া করতে নেমে ২২২ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৪০ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ও ওপেনার কার্লোস ব্রাথওয়েট করেন ২৫ রান। আরেক ওপেনার লুইস আউন হন ৪ রান করে। একের পর এক উইকেট হারিয়ে ১০৪ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।
সপ্তম উইকেট জুটিতে গুড়াকেশ মোতি ও জশুয়া ডা সিলভা ৭৭ রানের উপর ভর করে ধাক্কা সামলে জয়ের স্বপ্ন দেখতে থাকে ক্যারিবিয়ানরা। তবে তা সত্যি হয়নি, গুড়াকেশ মোতির পর মাত্র ১ রান যেগ করতেই আউট হন জশুয়া ডা সিলভা। এই ২ জনকেই আউট করেন কেশব মহারাজ। মোতি করেন ৪৫ ও সিলভা করেন ২৭ রান।
পরবর্তীতে আর ঘুরে দাড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে সামার জোসেফ করেন ১১ রান। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় ২২২ রানে। ২৫ রান করে অপরাজিত থাকেন ওয়ারিকন।
দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে ৩ টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও কেশব মহারাজ। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন কেশব মাহরেজ।
এরআগে প্রথম ইনিংসে মাত্র ১৬০ রান করেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রথম ইনিংস ক্যারিবিয়ানদের সংগ্রহ ১৪৪ রান। ১৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৪৬ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় ইনিংসে ২৬৩ রানের লক্ষ্য পায় ক্যারিয়াবিয়ানরা সেখানে তারা ২২২ রানে অলরাউট হলে ৪০ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।