Image

জিম্বাবুয়ের কাছে হারলে অন্যরকম কথা হবে বলছেন তাসকিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়ের কাছে হারলে অন্যরকম কথা হবে বলছেন তাসকিন

জিম্বাবুয়ের কাছে হারলে অন্যরকম কথা হবে বলছেন তাসকিন

জিম্বাবুয়ের কাছে হারলে অন্যরকম কথা হবে বলছেন তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সবচেয়ে বেশি সিরিজ খেলেছে। আগে ধারে ভারে দুই দলের অবস্থান সমান হলেও এখন একটু এগিয়েই আছে বাংলাদেশ দল। তাই জিতলে তেমন প্রশংসা না এলেও হারলে ধেয়ে আসে সমালোচনা। 

আজ সেই কথাই মনে করালেন টাইগার পেসার তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে ৪র্থ টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন,

'জিম্বাবুয়ে নিয়ে যত কথাই হচ্ছে... যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা উঠবে- যে জিম্বাবুয়ের সাথে হেরেছে। জিতলে কৃতিত্ব কম পাই। দুর্ভাগ্যবশত আমাদের অনেক ধরনের কথাই শুনতে হয়।' 

জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট না হাসলেও নেত্ত্ব গুণ দিয়ে তিনি মুগ্ধ করেছেন তাসকিনকে।

তাসকিন বলেন, 'গত দুইটা সিরিজ খুব উপভোগ করেছি আমি, হয়ত বাকিরাও করেছে। উন্নতি করছে, লিডারশিপ জিনিসটাও ওর মধ্যে আছে। এখন দলের কালচার খুব ভালো। সবাই চেষ্টা করছে মাঠ ও মাঠের বাইরে বাড়তি চেষ্টা করে কীভাবে ভালো করা যায়। যেহেতু আমাদের জেনেটিক্যালি পাওয়ার কম, কীভাবে আরও গ্যাপ ইউজ করা যায় রান বেশি করা যায়, বোলিং ভালো করা যায়। সবাই উন্নতির চেষ্টা করছে। স্কিল অনুযায়ী দলের সবাই উনিশ-বিশ। কেউ পনেরো-বিশ নয়।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three