টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছা নিয়ে ফিরলেন আমির
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছা নিয়ে ফিরলেন আমির
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছা নিয়ে ফিরলেন আমির
মোহাম্মদ আমির আবারও পাকিস্তানের জার্সি গায়ে চাপাতে চান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ দেওয়া এক পোস্টে তিনি নিজের অভিব্যক্তি জানিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর ডিসেম্বরে অবসরে যান আমির। সেসময় মানসিকভাবে কিছুটা খারাপ অবস্থায় ছিলেন তিনি, এমন কথা জানান। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তান দলে ফিরতে আগ্রহী এই বাঁহাতি পেসার।
আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ সামনে রেখে সব দল এখন প্রস্তুতির মধ্যে রয়েছে। টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিমাণ বেড়েছে। এখন চলমান রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
পাকিস্তান ক্রিকেটে ফেরার তাড়না রয়েছে আমিরের। তিনি অবসরে ছিলেন। তবে নিজের সিদ্ধান্ত আবারও ভেবেছেন নতুন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,
“আমি এখনো পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি।”
“জীবন মাঝেমধ্যে আমাদের এমন জায়গায় নিয়ে আসে, যেখানে আমাদের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে হয়। আমার ও পিসিবি'র সাথে কিছু আলোচনা হয়েছে, যা ইতিবাচক। যেখানে তারা সম্মানের সাথে আমাকে ধারণা দিয়েছে, আমার প্রয়োজন আছে এবং এখনো পাকিস্তানের হয়ে খেলতে পারি। আমার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সাথে আলোচনা করে আমি ঘোষণা করছি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে উন্মুক্ত আছি। আমি আমার দেশের জন্য এটি করতে চাই, যতটা না আমার নিজের সিদ্ধান্ত। সবুজ জার্সি পরিধান করা, আমার দেশের জন্য কিছু করা, আমার সবচেয়ে বড় আকাঙ্খা ছিল, থাকবে।”
I still dream to play for Pakistan!
— Mohammad Amir (@iamamirofficial) March 24, 2024
life brings us to the points where at times we have to reconsider our decisions, There has been few positive discussions between myself and the PCB where they respectfully made me feel that I was needed and can still play for Pakistan after…
আমির সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন। যেখানে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে ৮.৪১ ইকোনমিতে ১০ উইকেট শিকার করেন এই পেসার।
গতকাল পাকিস্তান অলরাউন্ডার ইমাদ ওয়াসিম অবসর থেকে ফিরে এসেছেন। তিনিও নিজেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য উন্মুক্ত রেখেছেন এবং খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।