Image

ইংল্যান্ডকেও হারিয়ে দিতে চায় বাংলাদেশের মেয়েরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইংল্যান্ডকেও হারিয়ে দিতে চায় বাংলাদেশের মেয়েরা

ইংল্যান্ডকেও হারিয়ে দিতে চায় বাংলাদেশের মেয়েরা

ইংল্যান্ডকেও হারিয়ে দিতে চায় বাংলাদেশের মেয়েরা

স্কটিশদের বিপক্ষে জয়ের অনুপ্রেরণা নিয়ে আজ ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুবাইয়ের শারজাহ আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮.৩০ টায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও ইংলিশদের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখা সহজ হবেনা মোটেও। এর আগের ৩ বারের দেখায় ৩ বার ই হেরেছে বাংলাদেশের মেয়েরা। তাই সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ইংল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ মানলেও জয় পেতে আশাবাদী বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি। তিনি বলেন, ‘ইংল্যান্ড তো অনেক ভালো দল, র‍্যাঙ্কিংয়ে এক, দুই, তিনের মধ্যেই থাকে সব সময়। তবে আমরা আশাবাদী। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরুর করার পর আমাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে। অনেক দিন পর টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি, সর্বশেষ ওদের বিপক্ষে খেলেছিলাম ওয়ানডেতে। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করব।’

স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষেও জয় দিয়ে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় বাংলাদেশ। পেসার জাহানারা আলম বলন, ‘ইংল্যান্ড সহজ প্রতিপক্ষ নয়, আমরা জানি, আজ কঠিন লড়াই হবে। চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলার। সবাই মিলে যেভাবে প্রথম ম্যাচটি জিতেছি, দ্বিতীয় ম্যাচেও এমন পারফরম্যান্স করতে চাই। ভালো একটা জয় পেয়েছি, সেই মোমেন্টাম ধরে রেখে চেষ্টা করব সামনে এগোনোর। অবশ্যই আমরা জেতার জন্য খেলব, বাকিটা আল্লাহ ভরসা।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three