Image

সবার মনের মধ্যে থেকে যাবেন সাকিব, বলছেন ফাহিম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সবার মনের মধ্যে থেকে যাবেন সাকিব, বলছেন ফাহিম

সবার মনের মধ্যে থেকে যাবেন সাকিব, বলছেন ফাহিম

সবার মনের মধ্যে থেকে যাবেন সাকিব, বলছেন ফাহিম

কানপুর টেস্ট শুরুর আগে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। 'সবার মনের মধ্যে ও কোনো না কোনোভাবে থেকে যাবে।' সাকিব আল হাসান সম্পর্কে এমন মন্তব্য করেছেন তাঁর ক্রিকেট গুরু, বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

ইতোমধ্যেই শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটিও আসন্ন। বিদায় বেলায় তাই বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের ভাষ্য, ইতিবাচক বা নেতিবাচক যেভাবেই হোক সবার মনের মধ্যে থেকে যাবেন সাকিব।

তিনি বলেন, "আজকেও যখন ওর ইন্টারভিউ দেখছিলাম, ওর কণ্ঠস্বর খুব স্বাভাবিক শোনাচ্ছিল। জানি ওর মনের ভেতর অনেক কিছু যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেটে ওর অবদান আমরা সবাই জানি। হয়ত অনেকে সামনাসামনি স্বীকার করি না। সবার মনের মধ্যে ও কোনো না কোনোভাবে থেকে যাবে। কারও কাছে ইতিবাচকভাবে, কারও কাছে নেতিবাচকভাবে। ঘরের মাঠে শেষ টেস্ট খেললে, সবার ভালোবাসা নিয়ে অবসর নিলে ভালো হতো।"

সাকিবের অবসরের বিষয়টি শুরু থেকেই জানতেন ফাহিম। "প্রেসিডেন্টের সাথে যেমন কথা হয়েছে আমার সাথেও এমন কথা হয়েছে। আমার মনে হয় ও শুধু নিজের ক্রিকেট নিয়েই ভেবেছে তা না। বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়েও ভেবেছে। এগুলো নিয়েও আলাপ হয়েছে- ২০২৬ বিশ্বকাপে কারা খেলবে, কখন থেকে তাদের সুযোগ দেওয়া উচিৎ, শুরু করা উচিৎ। আমি শুরু থেকেই জানতাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে ওর অবসর নেওয়ার। বেশ কিছু দিন আগেই আলাপ হয়েছিল। একেবারে হঠাৎ করে হয়েছে তা না।"

সাবিকের অবসরের বিষয়ে নাজমুল আবেদিন ফাহিম আরো বলেন, "পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আমার মনে হয় এমন কিছু হওয়ার সম্ভাবনা থাকত। নিজেও আস্তে আস্তে উপলব্ধি করছে কম কম খেলা দরকার যাতে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে খেলতে পারে।"

সামনে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ভালো ব্যাটিং করবেন সাকিব, আশা ফাহিমের। "দুটো টেস্টে ওর যে ব্যাটিং দেখেছি, সাম্প্রতিক সময়ে এমন ব্যাটিং দেখিনি। ভেরি অরগানাইজড ব্যাটিং। যে পরিস্থিতিতে ব্যাট করেছে, সেটা আশাবাদী করে। সামনে হয়ত ওকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেখব। আমার ধারণা সেখানে ও ভালো ব্যাটিং করবে।" 

Details Bottom
Details ad One
Details Two
Details Three