মুশিকে কৃতিত্ব দিয়ে যা বললেন মিরাজ
মুশিকে কৃতিত্ব দিয়ে যা বললেন মিরাজ
মুশিকে কৃতিত্ব দিয়ে যা বললেন মিরাজ
রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরির উদযাপন করতে পারলেও ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন মিস্টার ডিপেন্ডেবল। পাকিস্তানের শক্তিশালী বোলিং অ্যাটাকের বিরুদ্ধে অভিজ্ঞ মুশফিকুর রহিম সময়ের সাথে ফিরেছেন চেনাছন্দে। একপ্রান্ত আগলে রাখা মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ের সাথে অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখার কাজটা দারুণভাবে সামলান মিরাজ। দু'জনেই পাল্লা দিয়ে রান যোগ করেন। সপ্তম উইকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় জুটিও গড়লেন এই দুজন। মুশফিকের ১৯১ রানের ইনিংসের প্রশংসা করার সাথে নিজের গড়া জুটি নিয়েও মিরাজ কথা বলেছেন।
পাকিস্তানে বাংলাদেশময় এক দিন। পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে বাংলাদেশ করল ৫৬৫! পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ। টেস্টে নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এদিন মুশফিক-মিরাজের জুটিতে আসে ১৯৬ রান, যা সপ্তম উইকেটে বাংলাদেশের সেরা জুটি। ১১৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই হারায় সাইম আইয়ুবকে।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ বললেন,
'আলহামদুলিল্লাহ আমরা ভালো শুরু পেয়েছিলাম। গত ২ দিন আমরা ব্যাটিং করেছি। ছেলেরা দারুণ খেলেছে। বিশেষ করে মুশি ১৯০ রান করল। আমাদের ভালো একটি জুটি হয়েছে, আমি এবং মুশি। এছাড়াও আরও কয়েকজন ভালো করেছে প্রথম ইনিংসে, যেমন সাদমান। আমার মনে হয় এখন আমরা ভালো অবস্থানে আছি। আমাদের আগামীকালের খেলায় মনোযোগ দিতে হবে। আরও ভালো খেলতে হবে।'
মুশফিকের সাথে জুটি নিয়ে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ, 'অবশ্যই, ভালো জুটি হয়েছে আমাদের দু'জনের। মুশিকে কৃতিত্ব দিতে হবে। দারুণ করেছেন তিনি। সবসময় তিনি আমাকে সাপোর্ট করেন। আমার সাথে কথা বলেন। দারুণ উইকেট ছিল।'
'আমার রোলটা অনেক গুরুত্বপূর্ণ। আমি ৮ নম্বরে ব্যাটিং করেছি, মুশফিক ভাইয়ের সাথে প্রায় ১৯২ (১৯৬) রানের জুটি দিয়েছি। এটা কিন্তু দলের একটা মোমেন্টাম তৈরি করে দিয়েছে। আমি সবসময় চেষ্টা করি দলের জন্য খেলার জন্য। দলের যেকোনো অবস্থায় ভালো কিছু করার চেষ্টা করি রান করার জন্য।'
বাংলাদেশের টেস্ট জয়ের সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না মিরাজ, 'প্রথম ঘণ্টায় আমাদের বোলারদের ভালো সুযোগ থাকবে। যদি তারা ভালো বল করতে পারে তাহলে আমরা ভালো জায়গায় চলে যেতে পারব। আমাদের সামনে ভালো সুযোগ রয়েছে প্রথম সেশনে কয়েকটি উইকেট তুলে নেওয়ার, এটি করতে পারলে আমাদের ম্যাচ জেতার সুযোগ থাকবে।'