নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত
-
1
জোড়াতালির দল থেকে শক্তি বাড়ানোর পথে চট্টগ্রাম রয়্যালস
-
2
রংপুর ম্যাচের আগে চট্টগ্রামে স্বস্তি, অনুশীলনে চোট পেলেও শঙ্কামুক্ত শরিফুল
-
3
পরবর্তীতে বাংলাদেশ দলে আর কোনো পঞ্চপন্ডব চান না সৌম্য সরকার
-
4
ইনজুরি শঙ্কা সত্ত্বেও কামিন্স, হ্যাজেলউড ও ডেভিডকে রেখেই অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড
-
5
শান্তকে নিয়ে সমালোচনা করাকে ভুল মনে করেন রাজশাহীর কোচ রাজিন সালেহ
নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত
নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত
চলতি বছরের শেষভাগে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফর করবে ইংল্যান্ড দল। এই সিরিজের জন্য ভেন্যু চূড়ান্ত করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
হেগলি ওভাল, দ্য সেলো বেসিন রিজার্ভ ও সেডন পার্কে মাঠে গড়াবে ৩ টেস্ট।
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ২৮ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। ওয়েলিংটনের দ্য সেলো বেসিন রিজার্ভে ৬ ডিসেম্বর শুরু ২য় টেস্ট। হ্যামিল্টনের সেডন পার্কে ১৪ ডিসেম্বর শুরু হবে ৩য় ও শেষ টেস্ট।
ঘরের মাঠে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচের সূচিতে ঠাঁসা, তাই আগেভাগেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। পরবর্তী গ্রীষ্মে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা নারী দল এবং শ্রীলঙ্কা ও পাকিস্তান পুরুষ দল নিউজিল্যান্ড সফর করবে।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট ওয়েনিনক জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে। এখন টেস্ট ক্রিকেটে টিকিট বিক্রি ও ভিউইয়ারশিপ সবই উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ইংল্যান্ডের নিউজিল্যান্ড সফরের সূচি-
১ম টেস্ট- ২৮ নভেম্বর-২ ডিসেম্বর- হেগলি ওভাল, ক্রাইস্টচার্চ
২য় টেস্ট- ৬-১০ ডিসেম্বর- সেলো বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
৩য় টেস্ট- ১৪-১৮ ডিসেম্বর, সেডন পার্ক, হ্যামিলটন।
