সেঞ্চুরি হলো না সাদমানের, টিকে আছেন মুশফিক
সেঞ্চুরি হলো না সাদমানের, টিকে আছেন মুশফিক
সেঞ্চুরি হলো না সাদমানের, টিকে আছেন মুশফিক
২৯ মাস পর টেস্টে প্রত্যাবর্তনে হাফ সেঞ্চুরি উদযাপন করেছেন সাদমান। ছিলেন শতকেরও খুব কাছে। ২০ মিনিটের চা বিরতির পর ক্রিজে এসেই প্রত্যাবর্তনের গল্প আঁকতে পারতেন ধ্রুপদী এক সেঞ্চুরিতে। কিন্তু বিপত্তি বাঁধালেন পাক পেসার মোহাম্মদ আলি। ৯৩ রানের ইনিংসে থাকেন সাদমান। ৪ উইকেটে ১৯৯ রান করা বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ২৪৯ রানে।
২০২২ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমেই ওপেনার সাদমান ইসলামের বাজিমাত। সেঞ্চুরির পথেই এগিয়ে যাচ্ছিলেন। দারুণ ব্যাটিংয়ের পর ৭ রানের জন্য সেঞ্চুরি পেলেন না। তৃতীয় দিনের চা বিরতির আগে ৬৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৯৯। ৩৮ বলে ১৫ রানে খেলছেন মুশফিক।
জাকির হাসান ও নাজমুল হোসেনের উইকেট হারালেও সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে চড়ে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। লাঞ্চ বিরতির ঠিক আগের বলে সাদমান ছুঁয়েছেন তার ক্যারিয়ারের তৃতীয় পঞ্চাশ।
ক্যারিয়ারের ১৯তম ফিফটি হাঁকিয়ে অবশ্য দ্রুতই বিদায় নিতে হয় মুমিনুল হককে। ৫০ রান করে মুমিনুল বোল্ড হলে ভাঙে সাদমানের সঙ্গে ৯৪ রানের জুটি। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার কাজ চালিয়ে যান সাদমান। দারুণ ব্যাটিংয়ে ছুটতে থাকেন শতরানের দিকে। এর মাঝে মুশফিককে ফেরাতে রিভিউ হারিয়ে বসে পাকিস্তান। অপরদিকে সালমানের বলে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন সাদমান।
১২৩ বলে ফিফটি পূর্ণ করা চা বিরতির ঠিক আগের বলে মোহাম্মদ আলির দারুণ এক ডেলিভারিতে হারিয়েছেন স্টাম্প। নামের পাশে ৯৩ রান নিয়ে সাদমানকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে।