আইপিএলের জন্য নেই তারকারা, পাকিস্তানের বিপক্ষে কিউই অধিনায়ক ব্রেসওয়েল
আইপিএলের জন্য নেই তারকারা, পাকিস্তানের বিপক্ষে কিউই অধিনায়ক ব্রেসওয়েল
আইপিএলের জন্য নেই তারকারা, পাকিস্তানের বিপক্ষে কিউই অধিনায়ক ব্রেসওয়েল
চলতি মাসের শেষের দিকে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন মাইকেল ব্রেসওয়েল।
গেল বছরের মার্চে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্রেসওয়েল মাঠের বাইরে ছিলেন ইনজুরির কারণে।
পুনর্বাসন শেষে সে দারুণভাবে ফিরেছে ক্রিকেটে। প্লাঙ্কেট শিল্ডে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সেরা বোলিং ফিগারের দেখা পেয়েছেন।
আইপিএলে খেলতে থাকা ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, কেন উইলিয়ামসনদের বিবেচনা করেনি নিউজিল্যান্ড।
নাটিংহামশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সাথে চুক্তি থাকায় উইল ইয়াংও বিবেচনায় আসেননি। ২য় সন্তানের ভূমিষ্ঠ হবার অপেক্ষায় থাকা টম ল্যাথামকেও সঙ্গত কারণে বিবেচনা করা হয়নি।
বিবেচনা করা হয়নি টিম সাউদি, কলিন মুনরোদেরও।
ব্রেসওয়েল এমন এক গ্রুপকে নেতৃত্ব দিবেন যেখানে ৭ জন পূর্ববর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। প্রথমবারের মত টি-টোয়েন্টি স্কোয়াডে ওয়েলিংটনের টিম রবিনসন ও ক্যান্টাবুরির উইল ও'রউরকে।
কোচিং স্টাফে প্রধান কোচ গ্যারি স্টিডের সাথে থাকবেন ব্যাটিং কোচ লুক রনকি, বোলিং কোচ ব্রেন্ডন ব্রেন্ডন ডনকারস, অ্যাসিস্ট্যান্ট কোচ জেমস ফস্টার।
আগামী ১২ এপ্রিল পাকিস্তানের উদ্দেশে উড়াল দিবে নিউজিল্যান্ড দল। ১৮ এপ্রিল রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে প্রথম ম্যাচ।
পাকিস্তানের বিপক্ষে ব্ল্যাকক্যাপসদের টি-টোয়েন্টি স্কোয়াড-
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডুফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাককঞ্চি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, উইল ও'রউরকে, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট (উইকেটরক্ষক) ও ইশ সোধি।