যে কারণে বাদ হাথুরু, সিমন্স যেভাবে হলেন হেড কোচ
যে কারণে বাদ হাথুরু, সিমন্স যেভাবে হলেন হেড কোচ
যে কারণে বাদ হাথুরু, সিমন্স যেভাবে হলেন হেড কোচ
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে প্রধান কোচ ছিলেন ফিল সিমন্স। তার অধীনেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে বাংলাদেশ দল। চন্ডিকা হাথুরুসিংহেকে সাসপেন্ড করে নতুন হেড কোচের নাম ঘোষণা করে বিসিবি প্রেসিডেন্ট। ঠিক কি কি কারণে হাথুরুসিংহকে চাকরিচ্যুত করতে চেয়েছে বিসিবি; সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
চন্ডিকা হাথুরুসিংহকে বিদায় করার মুহূর্তেই নতুন কোচ বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে অসদাচরণ ও আচরণবিধি ভাঙার অভিযোগে কোচ হাথুরুসিংহকে বরখাস্ত করা হয়েছে। মূলত অসদাচরণের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গেল বিসিবি।
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলি আসলে একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেগুলি বিবেচনা করে আজকে আমরা তাঁকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।’
‘একজন জাতীয় দলের খেলোয়াড়কে আপনি কখনোই শারীরিকভাবে আঘাত করতে পারেন না। এটার শাস্তি সেটাই, যেটা এখন হচ্ছে। প্লাস ছুটি কাটানো। এটা কিন্তু বোর্ডকে জানাতে হয়, পেইড লিভ আনপেইড লিভ থাকে কিন্তু।’
বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, নতুন কোচ ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন মিডিয়াম ফাস্ট বোলার ও ওপেনিং ব্যাটার সিমন্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০০২'এ। সিমন্সের কোচিংয়ের অভিজ্ঞতা নেহাৎই কম নয়। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও পাপুয়া নিউগিনি জাতীয় দলকে কোচিং করিয়েছেন তিনি।
ফিল সিমন্সকে বেছে নেওয়ার প্রসঙ্গে ফারুক আহমেদ বলে, '(নতুন কোচ) তিনি একজন ওয়েস্ট ইন্ডিয়ান, অনেক দেশের প্রধান কোচ ছিল। ফিল সিমন্স। সে ওয়েস্ট ইন্ডিজে দুই টার্মে প্রধান কোচ ছিলেন, এর বাইরে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে হয়ত ওয়েস্ট ইন্ডিজের বাইরে অত বড় নাম নেই। তবে সে একজন কোচ যার ট্র্যাক রেকর্ড ভালো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অনেক কাজ করেছে, পাকিস্তানে এখনও সে কাজ করছে। মেজর লিগ ইউএসএ তে কাজ করেছে। সমৃদ্ধ ক্যারিয়ার। বুঝতে হবে এখনও ইন্টারিম পিরিয়ড চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আমাদের চুক্তিটা।'
'৩-৪ জন কোচ কথা বলেছি, কোচ পাওয়া সহজ ছিল না। যে সম্ভাব্য সেরা (তাকেই নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি)। আসলে আমি মনে করি যখন একজন সুপারস্টার একজন কোচ হিসেবে তখন আসলে কতটা মন থাকে কাজে।'