ইসলামাবাদে আগে ব্যাটিংয়ে বিজয়রা, একাদশে তাসকিন
- 1
সাইফ হাসান: টেস্ট ওপেনার থেকে টি-টোয়েন্টি অলরাউন্ডার, ফিরে আসার গল্পে আছেন এক কোচ
- 2
সিলেটে সাইফ-লিটনের দুর্দান্ত পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে ৮ হারালো বাংলাদেশ
- 3
নাসুম স্কোয়াডে থেকেও একাদশে না থাকাটা পরিকল্পনারই অংশ: সালাউদ্দিন
- 4
জয়ের বাইরেও প্রস্তুতির বার্তা: এশিয়া কাপের আগে কতটা তৈরি বাংলাদেশ?
- 5
ডিউ ফ্যাক্টরের বিরুদ্ধে তাসকিনের শ্রেষ্ঠত্ব: সিলেটে বাংলাদেশের জয়

ইসলামাবাদে আগে ব্যাটিংয়ে বিজয়রা, একাদশে তাসকিন
ইসলামাবাদে আগে ব্যাটিংয়ে বিজয়রা, একাদশে তাসকিন
ইসলামাবাদে বৃষ্টির তীব্রতায় প্রথম দুই দিনে মাঠের খেলা তো দূরে থাক, টসই মাঠে গড়ায়নি। পাকিস্তান শাহীনস ও বাংলাদেশ 'এ' দলের ২য় চারদিনের ম্যাচে অবশেষে শুরু হয়েছে ৩য় দিনে এসে।
টসে জিতে আগে বাংলাদেশ 'এ' দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান শাহীনস অধিনায়ক কামরান গুলাম। বাংলাদেশ 'এ' দলের একাদশে আছেন তাসকিন আহমেদ।
আবহাওয়া অনুকূলে থাকলে আজ খেলা হবার কথা ৯৮ ওভার।
বাংলাদেশ 'এ' দলের একাদশ-
এনামুল হক বিজয় (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, হাসান মুরাদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রুয়েল মিয়া, তাওহীদ হৃদয়।
পাকিস্তান শাহীনস একাদশ-
ইমাম উল হক, আলি জয়রাব আসিফ, শারুন সিরাজ, কামরান গুলাম (অধিনায়ক), কাসিম আকরাম, সাদ খান, সাদ বেগ (উইকেটরক্ষক), মেহরান মুমতাজ, নিয়াজ খান, আবরার আহমেদ, গুলাম মুদাসসির।
পাকিস্তান শাহীনসের বিপক্ষে ২ টি চার দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ 'এ' দল। প্রথম চার দিনের ম্যাচ হয়েছে ড্র। তবে সেখানেও চারদিনের একদিন বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি।