এনসিএলে তামিম-সৌম্যদের ব্যাটে রান, ড্র হল রাজশাহী-খুলনা ম্যাচ
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই
- 5
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

এনসিএলে তামিম-সৌম্যদের ব্যাটে রান, ড্র হল রাজশাহী-খুলনা ম্যাচ
এনসিএলে তামিম-সৌম্যদের ব্যাটে রান, ড্র হল রাজশাহী-খুলনা ম্যাচ
সৌম্য সরকার ও অমিত মজুমদারের অর্ধশতকের উপর ভর করে জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর বিপক্ষে হার এড়িয়ে ম্যাচ ড্র করেছে খুলনা বিভাগ। শেষদিনে জেতার জন্য খুলনার দরকার ছিলো ৩৯৬ রান, রাজশাহীর দরকার ছিলো ১০ উইকেট। ৭ উইকেট হারিয়ে খুলনা পুরো দিন ব্যাট করায় ড্র হয়েছে ম্যাচ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগে ৪ দিনের টেস্ট ম্যাচে রাজশাহী ও খুলনা বিভাগের মধ্যকার ম্যাচে প্রথম ইনিংসে আগে ব্যাট করে ৪২৬ রানের পাহাড় সংগ্রহ করে রাজশাহী। সেঞ্চুরি হাকান জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি করেন ১৩৩ বলে ১৪১ রান।
একটুর জন্য সেঞ্চুরি মিস করে ৯৩ রানে আউট হন ফরহাদ হোসেন। অন্যদিকে খুলনার হয়ে প্রথম ইনিংসে রাজশাহীর ৫ টি উইকেট তুলে নেন শেখ মেহেদী।
রাজশাহীর আসাদুজ্জামান পায়েলের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ১৯৪ রানেই অলআউট হয়ে যায় খুলনা বিভাগ। পায়েল নেন ৬ টি উইকেট। খুলনার হয়ে সর্বোচ্চ রান করে জিয়াউর রহমান ৫৪(৩৩)। অমিত মজুমদার করেন ৫২ রান।
২৩২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে রাজশাহী। সাব্বির হোসেনের ১৫০ রানের উপর ভর করে ২৮৩ রানে ইনিংস ঘোষনা করে রাজশাহী। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে খুলনাকে টার্গেট দেয় ৫১৬ রানের।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানের ওপেনিং জুটি গড়েন সৌম্য সরকার ও অমিত মজুমদার। সৌম্য করেন ৮৯ ও অমিত করেন ৮৭ রান। দিন শেষে খুলনাকে অলআউট করতে পারেনি রাজশাহী অন্যদিকে খুলনা ও পারেনি রাজশাহীর দেয়া রান তাড়া করতে। ৭ উইকেট হারিয়ে ৩১১ রানে দিন শেষ করে খুলনা। তাই ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ২ দলকে।