Image

টি-টোয়েন্টিতে নেই বাটলার, অধিনায়ক ফিল সল্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টিতে নেই বাটলার, অধিনায়ক ফিল সল্ট

টি-টোয়েন্টিতে নেই বাটলার, অধিনায়ক ফিল সল্ট

টি-টোয়েন্টিতে নেই বাটলার, অধিনায়ক ফিল সল্ট

ইনজুরড জস বাটলারকে আউট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক ফিল সল্ট। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক বাটলার দ্য হান্ড্রেড শুরুর আগে অনুশীলনের সময় চোট পান। ফলে তাকে এবার ছিটকে যেতে হলো জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থেকেও। 

জস বাটলার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন এবং পরবর্তীতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও মিস করতে পারেন। বাটলারের অনুপস্থিতিতে ফিল সল্ট টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন। 

২৭ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের পর থেকে বাটলার কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তিনি জুলাইয়ে হান্ড্রেডের জন্য প্রস্তুতির সময় চোটে পড়েন। যার কারণে টুর্নামেন্টটি খেলতে পারেননি। 

যদিও ইংল্যান্ড ক্রিকেট আশা করছে বাটলার ওডিআই সিরিজের শেষ অংশ খেলতে পারবেন। গত চার বছরে এটি বাটলারের তৃতীয় ইনজুরি। ফিটনেস ঠিক রাখতে উইকেটকিপিং দায়িত্বও ছেড়ে দিতে পারেন বাটলার।   

জেমি ওভারটনকে টি-টোয়েন্টি স্কোয়াডে বদলি হিসেবে ডাকা হয়েছে। টেস্ট স্কোয়াডে থাকা জর্ডান কক্সকে ওডিআই দলে কভার হিসেবে যোগ করা হয়েছে।

আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর মাঠে গড়াবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ, যা ১৯ সেপ্টেম্বর ট্রেন্ট ব্রিজে শুরু।

ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: ফিল সল্ট (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কুরান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মুসলি, আদিল রশিদ, জেমি ওভারটন, রিস টপলি, জন টার্নার। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three