রাওয়ালপিন্ডি টেস্টের বাকি অংশ দেখা যাবে বিনামূল্যে, থাকছে শাটল বাস
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
রাওয়ালপিন্ডি টেস্টের বাকি অংশ দেখা যাবে বিনামূল্যে, থাকছে শাটল বাস
রাওয়ালপিন্ডি টেস্টের বাকি অংশ দেখা যাবে বিনামূল্যে, থাকছে শাটল বাস
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম টেস্ট। আজ তৃতীয় দিন শেষ হলে টেস্টের বাকি আর দুদিন। চতুর্থ ও পঞ্চম দিনে দর্শকদের জন্য বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মূলত ছুটির দিনকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে করে সর্বাধিক দর্শক মাঠে বসে ম্যাচ উপভোগ করতে পারে। এবং পরিবার নিয়ে শিক্ষার্থীরা তাদের পছন্দের তারকা ক্রিকেটারদের সমথর্ন দিতে পারে।
দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের জন্য তাদের আসল সিএনআইসি বা বি-ফর্ম সাথে আনতে হবে। এবং তারা যেকোনও ভিআইপি এবং প্রিমিয়াম এনক্লোজার থেকে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। তবে পিসিবি গ্যালারি বা প্ল্যাটিনাম বক্সের জন্য বিনামূল্যে প্রবেশ নীতি প্রযোজ্য নয়।
দে দর্শকারা ইতোমধ্যেই চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট নিয়ে কিনে ফেলেছেন তারা সেটার মূল্য ফেরত পাবেন। অনলাইনে কেনা টিকিটের মূল্য ক্রেডিট/ডেবিট কার্ডে স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে। এক্সপ্রেস সেন্টার থেকে কেনা টিকিটগুলির জন্য কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
শুধু বিনামূল্যে মাঠে প্রবেশ ই নয় বরং দর্শকদের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশের সুবিধার জন্য ম্যাচের দিন দুটি রুটে একটি বিনামূল্যে শাটল বাস পরিষেবা চালু থাকবে।
রুট ১ এভিয়েশন গ্রাউন্ড, রাওয়াল রোড, মুরি রোড থেকে আল্লামা ইকবাল পার্কের প্রবেশ গেট পর্যন্ত চলবে।
রুট ২ গভর্নমেন্ট স্যাটেলাইট টাউন কলেজ ফর বয়েজ, ৬ নং রোড, মুরি রোড থেকে আল্লামা ইকবাল পার্ক প্রবেশ গেট পর্যন্ত যাবে।