টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবেন না স্টোকস
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবেন না স্টোকস
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবেন না স্টোকস
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ড স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে রাখলেন বেন স্টোকস। ক্যারিবিয়ান ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপে ইংলিশ স্কোয়াডের অংশ হয়ে থাকতে চান না স্টোকস। ইংল্যান্ড ও ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ডকে এ বিষয়ে জানিয়েছেন এই অলরাউন্ডার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে ফিফটি ও জয়ী রান আসে স্টোকসের ব্যাট থেকে। সেই ম্যাচের পর থেকে মাত্র ২ টি ম্যাচ খেলেছেন এই ইংলিশ অলরাউন্ডার। যা আইপিএলে। তিনি বলছেন, আসন্ন বিশ্বকাপ না খেলা তার জন্য এক প্রকার বিসর্জন, যা তাকে ভবিষ্যতে যে ধরনের অলরাউন্ডার হতে চান, তা হতে সাহায্য করবে।
এর আগে ২০২২ সালে ওডিআই ক্রিকেট থেকে অবসরে যান স্টোকস। ২০২৩ বিশ্বকাপ উপলক্ষ্যে আবার ফিরে আসেন ইংল্যান্ডের জার্সিতে। তবে হাঁটুর চোট তাকে বেশ ভুগিয়েছে সেসময়। আইপিএল ২০২৪ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। সামনের কিছু মাস ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার কথা রয়েছে স্টোকসের।
স্টোকস বলেন, “আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি, আমার বোলিং ফিটনেস ফিরে পাওয়ার জন্য। যাতে আমি পুরোপুরি একজন অলরাউন্ডার হিসেবে আবার ক্রিকেট খেলতে পারি।“
“সম্প্রতি ভারত সিরিজে প্রকাশ পেয়েছে, হাঁটুর চোটের পর আমি বোলিংয়ের দিক থেকে কতটা পিছিয়ে। এবং ৯ মাস বোলিং ছাড়া রয়েছি। টেস্ট গ্রীষ্ম শুরু হওয়ার আগে আমি ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার দিকে তাকাচ্ছি।“
স্টোকসের পরিবর্তে লিয়াম লিভিংস্টোনকে ৪ নম্বর পজিশনে ভাবছে ইংল্যান্ড।