Image

সাদমান-মুমিনুলে বাংলাদেশের স্বস্তি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাদমান-মুমিনুলে বাংলাদেশের স্বস্তি

সাদমান-মুমিনুলে বাংলাদেশের স্বস্তি

সাদমান-মুমিনুলে বাংলাদেশের স্বস্তি

রাওয়ালপিন্ডির তৃতীয় দিনের সকালে খুব বেশি রক্ষণাত্মক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের ক্ষতি করছে। বাংলাদেশ ৩০ ওভারের সেশনে হারিয়েছে দুই উইকেট। অহেতুক এক শটে জাকির হাসান ক্যাচ, অধিনায়ক শান্তকেও ফিরতে হল দ্রুত। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে স্কোরবোর্ডের অবস্থা ১৩৪/২, ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক। পাকিস্তানের প্রথম ইনিংস থেকে এখনো ৩১৪ রানে পিছিয়ে বাংলাদেশ।

ওপেনার সাদমান এই ম্যাচের আগে সরশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের মার্চে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুই বছর পর প্রত্যাবর্তন, প্রথম ইনিংসেই তুলে নিলেন ফিফটি।  লাঞ্চ বিরতির ঠিক আগের বলে সাদমান ছুঁয়েছেন তার ক্যারিয়ারের তৃতীয় পঞ্চাশ। ১২৩ বলের এই ইনিংসে চার মারেন ৬টি। এদিন সাদমানকে দারুণভাবে সঙ্গ দিয়ে যাওয়া মুমিনুল হকও ফিফটির খুব কাছে, ৬৬ বলেই তিনি করে ফেলেন ৪৫। এই জুটির রান এখন পর্যন্ত ৮১। ব্যাটারদের ভুল করার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছে পাকিস্তান। 

গতকাল নাজমুল হোসেন শান্তর দল কাটিয়েছে ভুলে যাওয়ার মতো দিন। টেস্টের দ্বিতীয় দিন পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ৪২১ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে দুই অপরাজিত ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। 

গতকাল শেষ বিকালে ১১ রান করা জাকির আজ নামের পাশে কেবল ১ রান যোগ করতেই হারিয়েছেন উইকেট। নাসিম শাহর ডেলিভারিতে ব্যাট ছুঁয়ে যায় জাকিরের। বা দিকে লাফিয়ে দারুণভাবে গ্লাভসে ক্যাচ লুফে নেন মোহাম্মদ রিজওয়ান। ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি।

জাকির সকালের শুরুতে প্যাভিলিয়নে ফিরে গেলে ৪২ বল খেলে শান্ত করেন ১৬ রান। খুররম শাহজাদের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ব্যাট চালিয়ে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। এরপর সাদমান ইসলামের সঙ্গী হন অভিজ্ঞ মুমিনুল হক। এই দুইয়ের দৃঢ়তায় প্রথম সেশনের বাকি অংশ শেষ হয়েছে নিরাপদে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three