Image

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ৯ পরিবর্তন, ২ নতুন মুখ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ৯ পরিবর্তন, ২ নতুন মুখ

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ৯ পরিবর্তন, ২ নতুন মুখ

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ৯ পরিবর্তন, ২ নতুন মুখ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তারকা কুয়েনা মাপাকাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টির জন্য দলে ডাকল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। চমক হিসেবেই আনক্যাপড কুয়েনা মাপাকাকে বেছে নেওয়া হয়েছে। তবে দলে নেই হেনরিখ ক্লাসেন, আনরিখ নরকিয়া, ডেভিড মিলার এবং তাব্রাইজ শামসিদের মতো তারকারা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া রাসি ভ্যান ডার ডুসেন অবশ্য এবার ফিরলেন। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার দলে নেওয়া হয়েছে আনক্যাপড জুটি কোয়ানা মাপাকা এবং জেসন স্মিথকে। সিরিজে তিনটি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। জুনে বার্বাডোসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারার পর এটিই হবে দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি।

জেসন স্মিথ সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৪১.৫৭ গড়ে ২৯১ রান সংগ্রহ করেছেন এবং তিনি পেস বোলিং বিকল্পও। কুয়েনা মাপাকা এই বছরের শুরুতে যুবা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এরপর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলার সুযোগ পান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ২১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন মাপাকা।

কাগিসো রাবাদা, কুইন্টন ডি কক, আনরিখ নরকিয়া, ডেভিড মিলার এবং তাব্রাইজ শামসিদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিভিন্ন কারণে বিবেচনা করা হয়নি। বাদ দেওয়ার পিছনে কারণ হতে পারে সিপিএল। নাকাবা পিটার কাঁধের চোটের কারণে আসন্ন এই সিরিজ থেকে বাদ পড়েছেন।

২৩-২৭ আগস্ট ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে মে মাসে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল, কিন্তু সেই সিরিজটি ০-৩'তে হেরেছিল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড-

এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্গার, ডনোভান ফেরেইরা, বিয়র্ন ফরচুইন, রিজা হেন্ড্রিকস, প্যাট্রিক ক্রুগার, কুয়েনা মাপাকা, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন, লিজাড উইলিয়ামস। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three