আমরা উর্দুতে মিথ্যা কথা বলে ইংল্যান্ডকে প্রতারিত করেছি: সাজিদ খান
আমরা উর্দুতে মিথ্যা কথা বলে ইংল্যান্ডকে প্রতারিত করেছি: সাজিদ খান
আমরা উর্দুতে মিথ্যা কথা বলে ইংল্যান্ডকে প্রতারিত করেছি: সাজিদ খান
সৌদ শাকিল ও সাজিদ খানের ৭৮ বলে ৭২ রানের জুটিতে প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে লিড নেয় পাকিস্তান। এই জুটি ক্রিজে থাকাকালীন কীভাবে কৌশলে ইংলিশ বোলারদের মোকাবিলা করেছেন সেই মজার ঘটনা বর্ণনা করেছেন সাজিদ খান।
ইংল্যান্ডের বোলার রেহান আহমেদ এবং শোয়েব বশির উর্দু বোঝেন। শাকিল-সাজিদ জুটির ব্যাটিং কৌশল যেনো তারা বুঝতে না পারে এর জন্য মৌখিক প্রতারণার আশ্রয় নেন ব্যাটাররা।
খেলার পর সাজিদ খানের সাথে কথা বলার সময় উপস্থাপক তাকে স্টাম্প মাইকে শোনা একটি মন্তব্য "২/১ টা বল দেখে তারপর তোমার ইচ্ছামতো ব্যাট করো" সম্পর্কে জিজ্ঞাসা করলে সাজিদ জানান শাকিলের সাথে তার পরিকল্পনার কথা, "আমরা বলেছিলাম যে আমরা ২/১ টি বল দেখবো। কিন্তু আসল বার্তাটি ছিল বলটি ফ্লাইটিং ডেলিভারি হলে বড় শট নেওয়া।" এই কথা বলে ইংলিশ বোলারদের ফ্লাইট বোলিং করতে প্ররোচিত করছিলো তারা যাতে করে আক্রমণাত্মক শট খেলতে পারে।
সাজিদ এই সিরিজে পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বোলিংয়ের সাথে ব্যাটিংয়েও দেখিয়েছেন কারিশমা। প্রথম ইনিংসে ৬ ইংলিশ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন ৪ টি উইকেট। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেছেন ৪৮ বলে ৪৮ রান।
সৌদ শাকিল ও সাজিদ খানের ৭২ রানের জুটি থেকে ৪১ রান আসে সাজিদের ব্যাট থেকে এবং ২৮ রান আসে শাকিলের ব্যাট থেকে। শাকিল আউট হন ১৩৪ রান করে।