ছিটকে গেছেন হ্যাজেলউড, স্কটল্যান্ড সিরিজে বিকল্প মেরেডিথ
- 1
সাইফ হাসান: টেস্ট ওপেনার থেকে টি-টোয়েন্টি অলরাউন্ডার, ফিরে আসার গল্পে আছেন এক কোচ
- 2
সিলেটে সাইফ-লিটনের দুর্দান্ত পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে ৮ হারালো বাংলাদেশ
- 3
নাসুম স্কোয়াডে থেকেও একাদশে না থাকাটা পরিকল্পনারই অংশ: সালাউদ্দিন
- 4
ডিউ ফ্যাক্টরের বিরুদ্ধে তাসকিনের শ্রেষ্ঠত্ব: সিলেটে বাংলাদেশের জয়
- 5
জয়ের বাইরেও প্রস্তুতির বার্তা: এশিয়া কাপের আগে কতটা তৈরি বাংলাদেশ?

ছিটকে গেছেন হ্যাজেলউড, স্কটল্যান্ড সিরিজে বিকল্প মেরেডিথ
ছিটকে গেছেন হ্যাজেলউড, স্কটল্যান্ড সিরিজে বিকল্প মেরেডিথ
ইনজুরির কারণে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। বিকল্প হিসাবে রাইলি মেরেডিথকে সিরিজের জন্য দলে ডাকা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া আশা করছে, হ্যাজেলউড ইংল্যান্ড সিরিজের আগে ফিট হয়ে উঠবেন।
গত সপ্তাহে অনুশীলনের সময় কাফ স্ট্রেনের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করবেন জশ হ্যাজেলউড। ২০২১ সালে পাঁচটি টি-টোয়েন্টি খেলা রাইলি মেরেডিথকে দলে যোগ করা হয়েছে। স্কটল্যান্ড সফর থেকে ছিটকে গেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে হ্যাজেলউডকে পাওয়ার আশা করছে নির্বাচকরা।
বদলি হিসাবে অজি স্কোয়াডে যুক্ত হওয়া মেরিডিথ তিন বছর আগে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে আটটি টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন। স্কটল্যান্ড সিরিজের পেস আক্রমণে এখন মেরেডিথ, জেভিয়ার বার্টলেট, শন অ্যাবট এবং নাথান এলিস থাকবেন। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি এবং মার্কাস স্টয়নিস এবং অধিনায়ক মিচেল মার্শও বল হাতে দৌড়াবেন।
৪ সেপ্টেম্বর এডিনবার্গে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার আগে অস্ট্রেলিয়া দল সোমবার স্কটল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে।
অস্ট্রেলিয়ার যুক্তরাজ্য সফর শুরু হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে, যেটি দলটি ৪-৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। সফরে আছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), স্পেনসার জনসন, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা ও রাইলি মেরেডিথ।