আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও সিদ্ধান্তে যাননি ধোনি
আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও সিদ্ধান্তে যাননি ধোনি
আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও সিদ্ধান্তে যাননি ধোনি
এমএস ধোনি আইপিএল ২০২৫ মৌসুমে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত করেননি। খুব দ্রুতই ধোনি সিদ্ধান্ত নেবেন আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে। আলোচনায় বসবেন চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের সঙ্গে। আগামী আইপিএলে ব্যাট হাতে নেমে পড়বেন মাহেন্দ্র সিং ধোনি, এই দৃশ্য দেখার অপেক্ষায় সবাই।
সামনেই আসন্ন আইপিএলের জন্য মেগা নিলাম। আইপিএলের নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলো দু'জন আনক্যাপড খেলোয়াড় ধরে রাখতে পারবে। তাদের বেতন ৪ কোটি ভারতীয় রুপি। ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। আনক্যাপড প্লেয়ার হিসেবে তাঁকে ধরে রাখতে পারবে সিএসকে। এই নিয়মেই ধোনি খেলবেন আইপিএল। যদিও চেন্নাই সুপার কিংস আর্থিক বিষয় নিয়ে ধোনির সঙ্গে এখনও কথা বলেনি।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেছেন ধোনি। এবার তিনি সিদ্ধান্ত নেবেন আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে। সূত্রের খবর, ক্যাপ্টেন কুল কথা বলবেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের সঙ্গে। অক্টোবরের মাঝামাঝি সময়ে আলোচনায় বসতে পারেন। তারপরই মূলত সিএসকের হয়ে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।
মেগা নিলামের আগে ধোনি কি পদক্ষেপ নেন, সেদিকেই এখন নজর ক্রিকেট বিশ্বের। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ফের আরও একবার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।